এশিয়া কাপের আগে পাকিস্তান ও আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজ আয়োজন করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। এশিয়ার শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতার জন্য প্রস্তুতির ভালো একটি মঞ্চ হবে সিরিজটি। আরব আমিরাতেই আগামী ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হবে টি–টোয়েন্টি সংস্করণের এবারের এশিয়া কাপ। আর শারজাহতে ত্রিদেশীয় সিরিজটি শুরু হবে ২৯ অগাস্ট। যা শেষ হবে ৭ সেপ্টেম্বর। ওই সময়ে আফগানিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল পাকিস্তানের। সেটাই এখন হবে ত্রিদেশীয় সিরিজ।
সিরিজটিতে প্রত্যেক দল একে অপরের বিপক্ষে দুইবার করে লড়বে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল মুখোমুখি হবে ফাইনালে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় মাঠে গড়াবে সব ম্যাচ। পাকিস্তান এখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা বলের দ্বি–পাক্ষিক সিরিজ খেলছে। প্রথম টি–টোয়েন্টিতে ক্যারিবিয়ানদের ১৪ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেছে তারা। এশিয়া কাপে পাকিস্তানের প্রথম ম্যাচ আগামী ১২ সেপ্টেম্বর, প্রতিপক্ষ ওমান। গত বছর সবশেষ টি–টোয়েন্টি খেলা আফগানিস্তানের এশিয়া কাপ অভিযান শুরু উদ্বোধনী দিনে, হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে। আর স্বাগতিক আরব আমিরাত আগামী ১০ সেপ্টেম্বর প্রথম ম্যাচে লড়বে ভারতের বিপক্ষে।