পাকিস্তানে হামলায় পোলিও টিকা কর্মীসহ নিহত ৬

| শুক্রবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৪ at ৭:১৯ পূর্বাহ্ণ

পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশে পৃথক তিনটি হামলার ঘটনায় পোলিও টিকা কর্মসূচির এক কর্মী, নিরাপত্তা বাহিনীর তিন সদস্যসহ ছয়জন নিহত হয়েছেন। বুধবার প্রদেশটির বাজাউর ও দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় এসব হামলার ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে দুইজন শ্রমিক রয়েছেন। পাকিস্তানি গণমাধ্যম ডন জানিয়েছে, বাজাউরের সালারজাই তেহশিলে পোলিও টিকা কর্মসূচির এক দলের ওপর অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালায়। খবর বিডিনিউজের।

এসময় গুলিবিদ্ধ হয়ে দলটির এক কর্মী ও এক পুলিশ কর্মকর্তা নিহত হন। একই জেলার মামুন্দ তেহশিলে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা প্রাণ হারান। আর নিম্ন দক্ষিণ ওয়াজিরিস্তানের আঙ্গুর আড্ডা এলাকায় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে পাকিস্তানের আধাসামরিক বাহিনীর এক সেনা ও দুই শ্রমিক নিহত হন।

পূর্ববর্তী নিবন্ধগাজায় স্কুলে ইসরায়েলি হামলা জাতিসংঘকর্মীসহ নিহত ১৮
পরবর্তী নিবন্ধতবে তুমিই জয়ী হও, সুইফটের পোস্টের জবাবে মাস্ক