পাকিস্তানের বেলুচিস্তানে সেনাবাহিনীর বহরে সশস্ত্রগোষ্ঠীর হামলায় অন্তত ১৪ সেনা নিহত হয়েছেন। গতকাল শনিবার এক বিবৃতিতে এতথ্য জানিয়েছে দেশটির সেনাবাহিনী। তবে হামলার সঙ্গে ঠিক কোন জঙ্গি গোষ্ঠী জড়িত তা জানা যায়নি এবং কোনো সশস্ত্র গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। সেনাবাহিনীর দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, বেলুচিস্তানের গোয়াদার জেলার পাসনি থেকে নিরাপত্তারক্ষীদের বহনকারী দুটি গাড়িতে হামলা চালায় ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা। গাড়ি দুটি গোয়াদারে একটি বন্দর প্রকল্পে চীনা শ্রমিকদের নিরাপত্তা দিয়ে ওমারা শহরে নিয়ে যাচ্ছিল।
তবে ঘটনায় কোনো চীনা নাগরিক হতাহত হননি। পাকিস্তানি সেনাবাহিনী আরও জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে এবং এরই মধ্যে স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠীর দুই সদস্যকে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে দায়ীদের সবাইকে বিচারের মুখোমুখি করা হবে। এর আগে বুধবার (১ নভেম্বর) পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের আদিবাসী অধ্যুষিত জেলায় আইইডি বিস্ফোরণে ৬ সেনা সদস্য নিহত ও একজন গুরচতর আহত হন। ওই দিন স্থানীয় সময় সন্ধ্যায় সেনা বহর লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক–ই–তালিবান ওই হামলার দায় স্বীকার করে। প্রাকৃতিক সম্পদের ভরপুর বেলুচিস্তানে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘাতে প্রায়ই হতাহতের ঘটনা ঘটে।
তাছাড়া কেন্দ্রীয় সরকারের বিরচদ্ধে অভিযোগ রয়েছে প্রদেশটির সাধারণ মানুষের। তাদের দাবি, তাদের অঞ্চলের প্রাকৃতিক সম্পদ থেকে প্রাপ্ত আয়ের অংশ ন্যায্যভাবে বণ্টন করা হয় না। এক দশকেরও বেশি সময় ধরে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের সশস্ত্রগোষ্ঠীর সঙ্গে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সংঘাত চলছে। রাজনৈতিক ও অর্থনৈতিক কারণেই দেশব্যাপী সংঘাতেই শুরচ বলে ধারণা করা হয়।