পাকিস্তানে সিরিজ জিতলো অস্ট্রেলিয়া

| শনিবার , ২৬ মার্চ, ২০২২ at ৭:৫৪ পূর্বাহ্ণ

দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তান সফরে গিয়ে স্বাগতিকদের শেষ টেস্টে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। শুক্রবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ১১৫ রানের বড় জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। ৩৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস গুঁটিয়ে গেছে ২৩৫ রানেই। প্রথম দুই ম্যাচ ড্র হওয়ায় ৩ ম্যাচের সিরিজটি ১-০ ব্যবধানে জিতে নিল সফরকারীরা। এর আগে সর্বশেষ মার্ক টেইলরের দল ১৯৮৮ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে এসেছিল। আর ২০২২ সালে সেই কীর্তি স্পর্শ করল প্যাট কামিন্সবাহিনী। পাকিস্তান যে শেষ টেস্টে হারতে চলেছে তা অনেকটা অনুমিতই ছিল। কারণ পঞ্চম ও শেষ দিনে ১০ উইকেট হাতে থাকলেও তাদের দরকার ছিল আরও ২৭৮ রান।

পূর্ববর্তী নিবন্ধইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশ দলের চিফ দ্যা মিশন সিরাজউদ্দিন মো. আলমগীর
পরবর্তী নিবন্ধজিতলো বাংলাদেশ, শিরোপা ভারতের