সংসদের উচ্চ কক্ষে বিরোধী বেঞ্চের প্রতিবাদের মধ্যেই সাংবাদিক ও গণমাধ্যমকর্মী সুরক্ষা বিল-২০২১ পাস করেছে পাকিস্তান। গতকাল শুক্রবার জাতীয় জবাবদিহিতা সংশোধনী বিলসহ (এনএবি) চারটি বিল পাস করা করা হয়। এর আগে বুধবার ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং প্রবাসী পাকিস্তানিদের জন্য আই-ভোটিং সংক্রান্ত বিতর্কিত বিলসহ রেকর্ড সংখ্যক ৩৩টি বিল পাস করা হয়েছিল। খবর বাংলানিউজের।
রেডিও পাকিস্তান জানিয়েছে, এদিন উচ্চ শিক্ষা কমিশন (সংশোধন) বিল-২০২১ এবং উচ্চ শিক্ষা কমিশন (দ্বিতীয় সংশোধন) বিল পাস করা হয়েছে। বিরোধীরা এ সময় তেহরিক-ই-ইনসাফ সরকারের বিরুদ্ধে স্লোগান দেয়। দেশটির মানবাধিকার মন্ত্রী ডা. শিরীন মাজারি সাংবাদিক ও পেশাদার মিডিয়া সুরক্ষা বিল পেশ করেন। তবে বিরোধীরা দাবি করেছেন, সিনেটের চেয়ারম্যান সাদিক সানজরানি যেন সুরক্ষা বিলটি যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট স্থায়ী কমিটিতে প্রেরণ করেন। যদিও মানবাধিকার মন্ত্রী উল্লেখ করেছেন, বিলটির খসড়া তৈরি করতে এক বছর সময় লেগেছে। তাই দেরি না করে এটি অনুমোদন দেওয়া উচিত। এ দিন বিলটি সংখ্যাগরিষ্ঠ ভোটে অনুমোদিত হয়েছে। এ সময় সিনেটর দিলওয়ার খানের নেতৃত্বে ছয় সদস্যের একটি দল সরকারের পক্ষে ভোট দেয়। একপর্যায়ে কার্যধারা নিয়ে বিরোধীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন।