পাকিস্তানে জাতীয় নির্বাচন ঘনিয়ে আসছে। আবার শেষ হতে চলেছে বর্তমান সরকারের মেয়াদ। সংবিধান অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার পর চলমান সরকার তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। এই পরিস্থিতিতে আগামী ৯ আগস্ট সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বৃহস্পতিবার (৩ আগস্ট) পাকিস্তানের প্রধানমন্ত্রী ৯ আগস্ট জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার এই ঘোষণা দেন। দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, সংসদ সদস্যদের সম্মানে একটি নৈশভোজের আয়োজন করা হয়। এসময় সংসদীয় নেতাদের সঙ্গে আলোচনার পর তিনি এ সিদ্ধান্ত নেন। এতে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয়। খবর বাংলানিউজের।