পাকিস্তানে রাত সাড়ে ৮টার মধ্যে শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকট

| বৃহস্পতিবার , ৫ জানুয়ারি, ২০২৩ at ৬:৪৬ পূর্বাহ্ণ

তীব্র অর্থনৈতিক সংকটের মুখে থাকা পাকিস্তানের সরকার প্রতিদিন রাতে সাড়ে ৮টার মধ্যে শপিং সেন্টার ও মার্কেট বন্ধ করে দেওয়ার নির্দেশনা জারি করেছে। এই পদক্ষেপের মাধ্যমে দেশটি ৬ হাজার ২০০ কোটি পাকিস্তানি রুপি সাশ্রয় করতে পারবে বলে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। খবর বিডিনিউজের।

পাকিস্তানের বেশিরভাগ বিদ্যুৎই উৎপাদিত হয় আমদানি করা জীবাশ্ম জ্বালানি থেকে। গত বছর বিশ্বজুড়ে জ্বালানির দাম বেড়ে যাওয়ার পর দেশটির এমনিতেই বিপর্যস্ত অর্থনীতির ওপর চাপ আরও বেড়েছে বলেও জানিয়েছে বিবিসি।

পর্যাপ্ত জ্বালানি আমদানিতে দেশটির দরকার বিদেশি মুদ্রা, বিশেষত মার্কিন ডলার।

পূর্ববর্তী নিবন্ধড. মঈনুল ইসলামের কলাম
পরবর্তী নিবন্ধগোলরক্ষক আফ্রো মারমার মৃত্যু