পাকিস্তানে ভোজ্যতেলের রেকর্ড দাম, লিটার ৬০৫ রুপি

| বৃহস্পতিবার , ২ জুন, ২০২২ at ৪:২১ পূর্বাহ্ণ

পাকিস্তানে জনগণকে চমকে দিয়ে ভোজ্যতেলের দাম লিটারপ্রতি একলাফে ২১৩ রুপি বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। এতে প্রতি লিটার ভোজ্যতেলের দাম এখন ৬০৫ রুপিতে গিয়ে ঠেকেছে, যা এযাবৎকালের সর্বোচ্চ রেকর্ড গড়েছে। খবর বিডিনিউজের।

একইসঙ্গে প্রতি কেজি ঘিয়ের দাম ২০৮ রুপি বেড়ে ৫৫৫ রুপিতে গিয়ে ঠেকেছে বলে জানিয়েছে পাকিস্তানের ‘দ্য ডন’ পত্রিকা। দেশটিতে ভোজ্যতেলের দাম এত বেশি বেড়ে যাওয়া নজিরবিহীন ঘটনা। যদিও নতুন এই দাম এখনও খুচরা বাজারে কার্যকর হয়নি।

করাচির ইউটিলিটি স্টোরস (ইউএসসি) করপোরেশনের এক কর্মকর্তা জানিয়েছেন, ঘি ও ভোজ্যতেলের এই চড়া দাম ১ জুন থেকে কার্যকরের নির্দেশনা দিয়ে ইউএসসি নোটিশ জারি করেছে। তবে সরকার কেন নির্দয়ভাবে তেল, ঘিয়ের দাম একলাফে এতটা বাড়াল সে বিষয়ে কোনও মন্তব্য করেননি তিনি। ভোজ্যতেলের দাম এভাবে বেড়ে যাওয়ায় ভোক্তারা বিপত্তিতে পড়বেন।

নামকরা কোম্পানিগুলোর ঘি ও ভোজ্যতেল এখন পর্যন্ত লিটারপ্রতি ৫৪০ থেকে ৫৬০ রুপিতে বিক্রি হচ্ছে। তবে খুচরা বাজারে শিগগিরই ইউএসসি ঘোষিত দামে ঘি ও ভোজ্যতেল বিক্রি হবে বলে ইঙ্গিত দিয়েছেন ‘পাকিস্তান বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন’ (পিভিএমএ) এর মহাসচিব উমর ইসলাম খান।

তিনি বলেছেন, ঘি বা ভোজ্যতেল প্রস্তুতকারীরা ইউএসসি’কে ধারে পণ্য দেওয়া বন্ধ করে দিয়েছে। কারণ, তাদের পাওনা ২০০ থেকে ৩০০ কোটি রুপি এখনও পরিশোধ করেনি ইউএসসি করপোরেশন।

পূর্ববর্তী নিবন্ধপশ্চিম তীরে ফিলিস্তিনি নারীকে গুলি করে হত্যা
পরবর্তী নিবন্ধপুতিন ভয়ানক, কিন্তু তাকে উৎখাতের চেষ্টা করব না : বাইডেন