পাকিস্তানের করাচিতে একটি পাঁচতলা ভবন ধসে ১৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে লিয়ারি এলাকায় ওই দুর্ঘটনার পর থেকে উদ্ধার তৎপরতা চলছে। খবর বিডিনিউজের।
জরুরি উদ্ধার সেবা ১১২২ প্রধান আবিদ জালালউদ্দিন শেখ শনিবার সকালে বলেন, রাতভর কোনো বিরতি ছাড়াই উদ্ধার অভিযান চলেছে। পুরো অভিযান শেষ হতে আরও ৮ থেকে ১২ ঘণ্টা লাগতে পারে বলে জানান তিনি।
পুলিশ কর্মকর্তা সুমাইয়া সৈয়দ করাচির একটি হাসপাতালে বলেন, শনিবার সকালে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জন, যাদের অর্ধেকই নারী। আহত হয়েছেন আরও ১৩ জন। জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা আরিফ আজিজ বলেন, ভবনটিতে প্রায় ১০০ জন মানুষ থাকতেন। ৭০ বছর বয়সী ঝুমো মাহেশ্বরী সকালে কাজে বেরিয়েছিলেন। তখন পরিবারের সব সদস্য প্রথম তলার ফ্ল্যাটে ছিলেন। ঝুমো বলেন, আমার আর কিছুই নেই– আমার পুরো পরিবার আটকে পড়েছে, আর আমি শুধু তাদের নিরাপদে উদ্ধারের জন্য প্রার্থনা করতে পারি। আরেক বাসিন্দা মায়া শাম জি বলেন, তার ভাইয়ের পরিবারও ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছে। তিনি বলেন, এটা আমাদের জন্য এক বিশাল ট্র্যাজেডি। আমাদের পরিবারের জন্য পুরো পৃথিবীটাই বদলে গেছে। আমরা অসহায়, শুধু উদ্ধারকর্মীদের দিকে তাকিয়ে আছি যেন তারা আমাদের প্রিয়জনদের নিরাপদে ফিরিয়ে আনে।