পাকিস্তানে বন্যায় মৃতের সংখ্যা বাড়ছে

| রবিবার , ৪ সেপ্টেম্বর, ২০২২ at ১০:৩১ পূর্বাহ্ণ

ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে পাকিস্তানের একতৃতীয়াংশ। গতকাল শনিবারও দেশটিতে বন্যায় ৫৭ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ২৫টি শিশু। এখনো নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বন্যায় দেশটির তিন কোটি ৩০ লাখ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা দুর্গতদের উদ্ধার এবং ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। ইসলামাবাদে শনিবার প্রথমবারের মত ওই কমিটি বৈঠকে বসে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বৈঠকে নেতৃত্ব দেন। বর্ষা মৌসুমে রেকর্ড বৃষ্টিপাত এবং উত্তরের পার্বত্য অঞ্চলের হিমবাহ গলে বিপর্যয়কর এই বন্যার সৃষ্টি হয়েছে। যাতে এখন পর্যন্ত অন্তত এক হাজার ২৬৫ জন মারা গেছেন। নিহতদের মধ্যে ৪৪১টি শিশু রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধযুবদল কর্মী শাওনকে নিয়ে নোংরা রাজনীতি করছে আওয়ামী লীগ
পরবর্তী নিবন্ধরাউজান পৌরসভার ৯টি ওয়ার্ডে খোলা বাজারে চাল বিক্রি শুরু