পাকিস্তানে পোলিও সুরক্ষা দলকে লক্ষ্য করে বোমা হামলা, নিহত ৫

| মঙ্গলবার , ৯ জানুয়ারি, ২০২৪ at ১০:১৮ পূর্বাহ্ণ

উত্তরপশ্চিম পাকিস্তানে সোমবার সকালে একটি পোলিও সুরক্ষা দলকে লক্ষ্য করে বোমার বিস্ফোরণে পাঁচ পুলিশ সদস্য নিহত এবং ২২ জন আহত হয়েছেন। দেশটির একজন পুলিশ কর্মকর্তা এতথ্য নিশ্চিত করেছেন। পুলিশ কর্মকর্তা আজিজউররহমান আরব নিউজকে বলেছেন, পাকিস্তানের উত্তরপশ্চিম বাজাউর জেলার মামুন্দ গ্রামে পোলিও সুরক্ষা দলকে বহনকারী গাড়িটিকে লক্ষ্য করে এ বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। তিনি বলেন, একটি পুলিশ দল পোলিও স্বেচ্ছাসেবকদের সুরক্ষার জন্য প্রদেশের দূরবর্তী অঞ্চলে যাচ্ছিল তখন তাদের বহনকারী গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। তিনি আরও বলেন, একটি পুলিশ দল পোলিও স্বেচ্ছাসেবকদের সুরক্ষার জন্য প্রদেশের দূরবর্তী অঞ্চলে যাচ্ছিল তখন তাদের বহনকারী গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। এ সময় ৫ পুলিশ সদস্য নিহত এবং ২২ জন আহত হন। আহতদের অর্ধেকের অবস্থা আশঙ্কাজনক। তারা যে গাড়িতে যাচ্ছিলেন সেটিতে রিমোট কন্ট্রোলের মাধ্যমে বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। হামলার স্থল গ্রামটি উপজাতীয় জেলার ব্যস্ত শহর খারের উপকণ্ঠে অবস্থিত। রহমান বলেন, বিস্ফোরণের পর ওই এলাকায় আরেকটি পুলিশ দল পাঠানো হয়েছে। যারা গুরুতর আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য পেশোয়ারে স্থানান্তর করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত তেহরিকতালেবান পাকিস্তান (টিটিপি) জঙ্গি গোষ্ঠী বোমা হামলার দায় স্বীকার করেছে।

পূর্ববর্তী নিবন্ধইসরায়েলের হামলায় এবার হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার নিহত
পরবর্তী নিবন্ধবৃহত্তর যুদ্ধ এড়ানোর প্রচেষ্টায় মধ্যপ্রাচ্যে ব্লিনকেন