পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশে পুলিশের একটি টহল দলের ওপর অজ্ঞাত হামলাকারীদের গুলিবর্ষণে অন্তত ছয় জন নিহত হয়েছে।
গতকাল সকালে প্রদেশটির লাক্কি মারওয়াত জেলায় এ ঘটনা ঘটেছে বলে রাষ্ট্রায়ত্ত রেডিও পাকিস্তানের বরাতে জানিয়েছে ডন ডটকম। এ হামলার ঘটনায় নিহতদের মধ্যে পুলিশের একজন উপপরিদর্শক ও টহল গাড়িটির চালকও রয়েছেন।
রেডিও পাকিস্তান এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছে। খবর বিডিনিউজের।