পাকিস্তানে আগাম সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য ফেডারেল সরকারের ওপর চাপ তৈরি করতে নির্ধারিত সময়ের এক বছর আগেই দুটি প্রাদেশিক পরিষদ ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের চারটি প্রাদেশিক পরিষদের মধ্যে পাঞ্জাব এবং খাইবার পাখতুনখাওয়ার নিয়ন্ত্রণ আছে ইমরানের দল পাকিস্তান-তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) হাতে। দলটি ২৩ ডিসেম্বর (শুক্রবার) এই প্রাদেশিক পরিষদ দুটি ভেঙে দেওয়ার তারিখ নির্ধারণ করেছে বলে জানিয়েছে বিবিসি। খবর বিডিনিউজের।
প্রাদেশিক পরিষদ বিলুপ্তির ফলে পাকিস্তানে নতুন করে আরও বেশি রাজনৈতিক সংকট তৈরি হতে পারে। ইমরান খান গত এপ্রিলে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হওয়া এবং নভেম্বরে দলীয় সমাবেশে এক হামলায় আহত হওয়ার পর প্রাদেশিক পরিষদ ভেঙে দেওয়ার এ পদক্ষেপ নিচ্ছেন।
ইমরান খান এখন আর সরকারে না থাকলেও তার দল পিটিআই দুই প্রাদেশিক পরিষদের নিয়ন্ত্রণে থাকায় তিনি এখনও ফেডারেল সরকারের জন্য হুমকি সৃষ্টি করতে পারেন। তবে সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য তার প্রাদেশিক পরিষদ ভেঙে দেওয়ার এই কৌশল কাজে আসবে কিনা সেটি এখনও নিশ্চিত না।
পাকিস্তানের প্রথম কোনও প্রধানমন্ত্রী হিসাবে ইমরান খানই পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরেছেন। তাই তিনি দেশের জনগণের রায় নিতে দেওয়ার জন্য নির্বাচন দেওয়ার দাবি তুলেছেন। কোয়ালিশন সরকারকে আগাম নির্বাচন দিতে বাধ্য করতে ইমরান অনেক সভা-সমাবেশ করেছেন। কিন্তু তার দাবি মানা হচ্ছে না বলে বরাবরই অভিযোগ করে আসছেন তিনি।
পাকিস্তানে কেন্দ্রীয় এবং প্রাদেশিক সরকারের জন্য প্রতি পাঁচ বছর অন্তর একই সময়ে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। দুটি প্রাদেশিক পরিষদ আগেই ভেঙে দেওয়া হলে ৯০ দিনের মধ্যে আলাদা নির্বাচন দিতে হবে। এতে আইনি সমস্যা তৈরি হতে পারে।












