পাকিস্তানে তাপদাহের মধ্যে করাচিতে ছয় দিনে ৫৬৮ মৃত্যু

| শুক্রবার , ২৮ জুন, ২০২৪ at ৫:৩৬ পূর্বাহ্ণ

পাকিস্তানের বৃহত্তম শহর করাচিসহ দক্ষিণঞ্চলজুড়ে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে, এর মধ্যে গত ছয় দিনে অন্তত ৫৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশটির ইধি অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে, তারা দৈনিক ৩০ থেকে ৪০টি মৃতদেহ করাচি শহরের মর্গে নিয়ে যায়, কিন্তু গত ছয়দিন ৫৬৮টি মৃতদেহ নিয়ে গেছে আর শুধু মঙ্গলবারেই নিয়েছে ১৪১টি। খবর বিডিনিউজের।

বিবিসি জানিয়েছে, প্রতিটি ক্ষেত্রে মৃত্যুর কারণ ঠিক কী ছিল তা পরিষ্কার না হলেও করাচির তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার পর উচ্চ আর্দ্র্রতার মধ্যে ৪৯ ডিগ্রি সেলসিয়াসের মতো গরম অনুভূত হচ্ছে আর এ সময়ই মৃত্যুর সংখ্যা বাড়তে শুরু করে বলে প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়েছে। তীব্র গরমে অসুস্থ হয়ে পড়া লোকজন সাহায্যের জন্য হাসপাতালে ছুটছে। করাচির সরকারি হাসপাতালের জরুরি বিভাগের প্রধান ড. ইমরান সারওয়ার শেখ জানান, রোববার থেকে বুধবারের মধ্যে হিটস্ট্রোকে আক্রান্ত ২৬৭ জনকে এখানে ভর্তি করা হয় আর তাদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধভারতে সংখ্যালঘুদের ওপর সহিংসতার তথ্য যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে
পরবর্তী নিবন্ধট্রাম্প এলে বাড়বে মূল্যস্ফীতি