পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশে ২৪ ঘণ্টার মধ্যে দুটি পৃথক হামলায় নিরাপত্তা বাহিনীর এক ডজনেরও বেশি সদস্য নিহত হয়েছেন। পাকিস্তানের সামরিক বাহিনীর ইন্টার–সার্ভিস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) এসব হামলায় কতজনের মৃত্যু হয়েছে তা নিশ্চিত করে জানায়নি; কিন্তু সরকারি সূত্রগুলো গণমাধ্যম ডনকে জানিয়েছে, প্রদেশটির তিরা উপত্যকায় মঙ্গলবার হামলাকারী জঙ্গিদের সঙ্গে তীব্র বন্দুক লড়াইয়ে নিরাপত্তা বাহিনীর অন্তত আট সদস্য নিহত ও আরও তিনজন আহত হয়েছেন। খবর বিডিনিউজের।এই বন্দুক লড়াইয়ে ৯ জঙ্গিও নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক একটি বার্তা সংস্থা জানিয়েছে। তিরা উপত্যকার বাগ–মায়দান মারকাজের কাছে একটি সামরিক ক্যাম্পে রোববার রাতে বন্দুকধারীরা হামলা চালানোর পর দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয় আর তা পরবর্তী দুই দিন ধরে চলে।