পাকিস্তানে কারের সঙ্গে সংঘর্ষের পর বাস খাদে, নিহত ২১

| বৃহস্পতিবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৩ at ৯:২০ পূর্বাহ্ণ

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় কারের সঙ্গে সংঘর্ষের পর একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জন নিহত ও আরও ১২ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার রাতে আপার কোহিস্তান জেলার কারাকোরাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ডন। খবর বিডিনিউজের।

 

গিলগিতবালতিস্তানের দিয়ামের জেলার সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ শের খান জানান, দুর্ঘটনায় পড়া বাসটি গিজের থেকে রাওয়ালপিন্ডি যাচ্ছিল। পথিমধ্যে উল্টো দিক থেকে আসা কারের সঙ্গে সংঘর্ষে জড়ায়। বাসের ১৬ যাত্রী ও আর কারের ৫ জন প্রাণ হারিয়েছেন।

দুর্ঘটনাটি কোহিস্তানের আওতাধীন এলাকায় হলেও গিলগিতবালতিস্তান পুলিশও দুর্ঘটনাস্থলের আশপাশে উদ্ধার অভিযানে অংশ নেয়। দুর্ঘটনায় প্রাণহানিতে শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, গিলগিতবালতিস্তানের মুখ্যমন্ত্রী খালিদ খুরশিদ।

পূর্ববর্তী নিবন্ধইন্দোনেশিয়ায় বিচ্ছিন্নতাবাদীদের হাতে পাইলট জিম্মি
পরবর্তী নিবন্ধধ্বংসস্তূপ থেকে ৫২ ঘণ্টা পর উদ্ধার বালক