সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানের গ্রেপ্তার ঘিরে বিক্ষোভে উত্তাল পাকিস্তান। এই পরিস্থিতিতে কানাডা ও যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে। আগের দিন মঙ্গলবার ইসলামাবাদ হাই কোর্ট চত্বর থেকে ইমরান খান গ্রেপ্তার হন। আল–কাদির ট্রাস্ট মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। খবর বাংলানিউজের।
পাকিস্তানে কানাডিয়ান মিশন তাদের নাগরিকদের বলছে, অনাকাঙ্ক্ষিত নিরাপত্তা পরিস্থিতিতে উচ্চ সতর্কতা অবলম্বন করুন। সন্ত্রাস, অস্থিরতা, সাম্প্রদায়িক সহিংসতা ও অপহরণের ঝুঁকি রয়েছে। অন্যদিকে ইসলামাবাদ ও অন্যান্য শহরে সহিংসতা ছড়িয়ে পড়ায় পাকিস্তানে যুক্তরাষ্ট্রের দূতাবাস তাদের কনস্যুলার সেবা দেওয়া বন্ধ রেখেছে। এর আগে যুক্তরাজ্যও পাকিস্তানের তাদের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করে।