পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩, পুলিশসহ আহত ১৩

| রবিবার , ২৫ আগস্ট, ২০২৪ at ৯:৫৩ পূর্বাহ্ণ

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একটি বাজারের কাছে বোমা বিস্ফোরণের ঘটনায় দুই শিশু ও এক নারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। শনিবার প্রদেশটির পিশিন জেলার সুরখাব চকে একটি গুরুত্বপূর্ণ বাজারের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটে, এতে পুলিশের দুই সদস্যসহ মোট ১৩ জন আহত হয়েছেন বলে হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন। খবর বিডিনিউজের।

গত কিছুদিন ধরে পাকিস্তানে পুলিশ ও পুলিশ চেকপোস্টগুলোতে একের পর এক হামলার ঘটনা ঘটছে, বিশেষ করে খাইবার পাখতুনখওয়া ও বেলুচিস্তানে, শনিবারের হামলা তারই ধারাবাহিকতা বলে ধারণা পাকিস্তানি গণমাধ্যম ডন ডটকমের। নিষিদ্ধ ঘোষিত তেহরিকতালেবান পাকিস্তান দেশটির সরকারের সঙ্গে হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি ২০২২ সালে ভেঙে দেওয়ার পর থেকে এ ধরনের হামলার সংখ্যা দ্রুত বেড়েছে, তারা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্যস্থল করার ঘোষণা দিয়েছিল। পিশিন জেলার সরকারি হাসপাতালের কর্মকর্তা ডা. ওয়াকিল শেরানির করা হতাহতদের তালিকা অনুসারে, বিস্ফোরণে প্রাথমিকভাবে দুই শিশু মারা গেছে এবং ১৪ জন আহত হয়েছেন।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আরবাব কামরান জানান, আহতদের মধ্যে ১৩ জনকে কোয়েটা ট্রমা সেন্টারে পাঠানো হয়েছে, সেখানে একজন নারী চিকিৎসারত অবস্থায় মারা গেছেন। ট্রমা সেন্টারের সর্বশেষ তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা সঙ্কটজনক, তিনজনের চিকিৎসা চলছে আর দুইজনের আঘাত তেমন গুরুতর নয় এবং তিনজনকে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

পিশিন সিটি স্টেশন হাউজ কর্মকর্তা (এসএইচও) মুজিবুর রেহমান জানান, আহত দুই পুলিশ সদস্যের অবস্থা সঙ্কটজনক। এসএইচও রেহমান বলেন, মনে হচ্ছে, একটি মোটরসাইকেলে বিস্ফোরক পদার্থ পেতে রাখা হয়েছিল। বিস্ফোরণে তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি। পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম পিটিভি নিউজ জানিয়েছে, পিশিনের ডেপুটি কমিশনারের দপ্তরের কাছে বিস্ফোরণটি ঘটেছে।

পূর্ববর্তী নিবন্ধজার্মানিতে ছুরি হামলায় ৩ জন নিহত
পরবর্তী নিবন্ধরাঙামাটির নানিয়ারচরে বাস উল্টে আহত ১০