পাকিস্তানে অক্সিজেন স্বল্পতায় ৬ রোগীর মৃত্যু

কোভিড-১৯

| মঙ্গলবার , ৮ ডিসেম্বর, ২০২০ at ১১:০৬ পূর্বাহ্ণ

পাকিস্তানে অক্সিজেন স্বল্পতার কারণে একটি হাসপাতালে ছয় করোনা রোগীর মৃত্যু হয়েছে। স্থানীয় গণমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে, নতুন অক্সিজেন সিলিন্ডারের দৈনিক সরবরাহ না আসায় শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় পেশোয়ারের খাইবার টিচিং হাসপাতালে সমস্যা দেখা দেয়। তখন ভেন্টিলেটরের প্রয়োজনীয় চাপ সরবরাহ করতে অসমর্থ হয় ৩০০টি ব্যাকআপ সিলিন্ডার।
এতে কোভিড-১৯ ওয়ার্ডের পাঁচ রোগী ও নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) এক রোগী মারা যান বলে সরকারি এ হাসপাতালটির একজন মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন। মৃত রোগীরা সবাই পূর্ণবয়স্ক বলে জানিয়েছেন কর্মকর্তারা। খবর বিডিনিউজের।
কোভিড-১৯ আক্রান্ত মায়ের সঙ্গে হাসপাতালে থাকা মুরীদ আলি বলেন, আমাদের রোগীদের বাঁচানোর জন্য হাসপাতালজুড়ে ছোটাছুটি শুরু করি আমরা, চিকিৎসা কর্মীদের কাছে ভিক্ষা চাই। শেষে কিছু রোগীকে জরুরি বিভাগে সরিয়ে নেওয়া হয়, তখনও সেখানে সরবরাহকৃত কিছু অক্সিজেন অবশিষ্ট ছিল বলে জানিয়েছেন তিনি। পরে সেগুলোরও চাপ কমে আসলে কয়েকজন রোগী মারা যান।

পূর্ববর্তী নিবন্ধক্যালিফোর্নিয়ায় লকডাউন
পরবর্তী নিবন্ধফিলিস্তিনি ভূখণ্ডে আরো ৪টি বসতি স্থাপনের পথে ইসরায়েল