ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে তৃতীয় দল হিসেবে ৫০০ তম জয়ের মাইলফলক স্পর্শ করল পাকিস্তান। গত বৃহষ্পতিবার রাতে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে এগিয়ে যাওয়ার পাশাপাশি ৫০০ তম ওয়ানডে জয়টা তুলে নিল পাকিস্তান। ওয়ানডেতে সবচাইতে বেশি ৫৯৪টি ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে থাকা ভারত জিতেছে ৫৩৯টি ম্যাচ। পাকিস্তানের এই ম্যাচ জয়ে দারুন ভুমিকা রেখেছেন ফখর জামান।
তার সেঞ্চুরির উপর ভর করে সহজ জয় তুলে নেয় পাকিস্তান ২৮৯ রান টপকে। এই সংস্করণে টানা দ্বিতীয় সেঞ্চুরি এটি ফখর জামানের। ১১৪ বলে ১৩ চার ও এক ছক্কায় ১১৭ রানের ঝলমলে ইনিংস খেলেন ফখর। গত জানুয়ারিতে এই নিউজিল্যান্ডের বিপক্ষেই করাচিতে ১০১ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত ফখর ছিলেন পরাজিত দলে। আরেকটি সেঞ্চুরিতে এবার জয়ের নায়ক তিনিই। তার সঙ্গে শতরানের উদ্বোধনী জুটির পথে হাফ সেঞ্চুরি করেন ইমাম–উল–হক।
অধিনায়ক বাবর আজম পঞ্চাশের ছোঁয়া পাননি মাত্র এক রানের জন্য। নাসিম শাহর অবদানও কম নয়। ফ্ল্যাট পিচে অসাধারণ বোলিংয়ের প্রদর্শনী করেছেন তরুণ এই পেসার। ১০ ওভারে দুই মেডেনে ২৯ রান দিয়ে তার প্রাপ্তি ২ উইকেট। তাদের আলোয় আড়ালে পড়ে গেল ড্যারিল মিচেলের ১১৫ বলে ১১৩ ও উইল ইয়াংয়ের ৭৮ বলে ৮৬ রানের ইনিংস। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটিতে ইয়াং ও চ্যাড বাওয়েস যোগ করেন ৪৮ রান। ২৬ বলে ১৮ রান করা বাওয়েসকে ফিরিয়ে পাকিস্তানকে প্রথম সাফল্য এনে দেন রউফ। দ্বিতীয় উইকেটে ১০১ বলে ১০২ রানের জুটি গড়েন ইয়াং ও মিচেল। ৮৬ রান করে ফিরেন ইয়াং। এরপর ৩৬ বলে ২০ রান করে ফিরেন ল্যাথাম। আগের টি–টোয়েন্টিতে সেঞ্চুরি করা মার্ক চাপম্যান থামেন ১৪ বলে ১৫ রান করে। মিচেল ১০৩ বলে সেঞ্চুরি স্পর্শ করেন। তাকে ১১৩ রানে থামান আফ্রিদি। আর নিউজিল্যান্ডের ইনিংষ থামে ২৮৮ রানে।
রান তাড়া করতে নেমে পাকিস্তানের দুই ওপেনার ফখর জামান এবং ইমাম উল হক যোগ করেন ১২৪ রান। ৬৫ বলে করেন ৬০ রান করে ফিরেন ইমাম। দ্বিতীয় উইকেটে ফখর ও বাবর মিলে যোগ করেন ৮৪ বলে ৯০ রান। ফখর নবম ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ করেন ৯৯ বলে। অধিনায়ক বাবর আজম ফিরেন ৪৬ বলে ৩ চার ও এক ছক্কায় ৪৯ রান করে। জয় থেকে ৩৪ রান দূরে থাকতে ফিরেন ফখর জামান। এরপর শান মাসুদ ও আঘা সালমান ভালো করতে না পারলেও দলকে সমস্যায় পড়তে দেননি মোহাম্মদ রিজওয়ান। ৩৪ বলে ৪২ রানের ইনিংস খেলে দলের জয় নিয়ে ফেরেন এই কিপার–ব্যাটসম্যান। ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন ফখর জামান। একই মাঠে আজ শনিবার হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।












