পাকিস্তানের সমস্যা সমাধানে হাফিজের পরামর্শ

স্পোর্টস ডেস্ক | শনিবার , ১ মার্চ, ২০২৫ at ১১:১৬ পূর্বাহ্ণ

২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর ওয়ানডেতে বৈশ্বিক আসরে আর সাফল্য নেই পাকিস্তানের। বারবার ব্যর্থতার পর বড় রদবদল ঘটে তাদের কোচিং স্টাফে। প্রায়ই বিদেশি কোচকে দায়িত্ব দেয় তারা। দলের টানা ব্যর্থতায় হতাশ হয়ে এবং একের পর এক পরিবর্তনে বিরক্ত হয়ে দেশটির সাবেক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ বললেন, বোর্ড চেয়ারম্যানের পদেও বিদেশি কাউকে বসানো উচিত। ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০১৯ বিশ্বকাপ থেকে শুরু পাকিস্তানের ব্যর্থতার ধারা। ওই আসরে এবং ২০২৩ বিশ্বকাপেও গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় তারা। এবার চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ২৮ বছর পর ঘরের মাঠে আইসিসি টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পায় পাকিস্তান। কিন্তু ভারত ও নিউ জিল্যান্ডের বিপক্ষে হেরে এক ম্যাচ বাকি থাকতেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় তাদের। রাওয়ালপিন্ডিতে বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে তাদের শেষ ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। তাই জয় ছাড়াই আসর শেষ করতে হয়েছে পাকিস্তানের। এমন ব্যর্থতার পর স্বাভাবিকভাবেই সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকদের সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন মোহাম্মদ রিজওয়ান, বাবর আজমরা।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর পিটিভি স্পোর্টসের এক আলোচনা অনুষ্ঠানে বিদেশি কোচ আনা নিয়ে একরকম খোঁচাই দেন হাফিজ। দেখুন সমস্যার সমাধানে আমরা ম্যানেজমেন্টের কথা বললাম, ক্রিকেটারদের কথা বললাম। আমরা প্রায়ই বিদেশি কোচের কথা বলি। আমাদের মনে হয়, তারা সবচেয়ে ভালো পারফর্ম করে। তাহলে আমরা বিদেশি চেয়ারম্যান কেন আনছি না। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বর্তমান চেয়ারম্যান মহসিন নাকভি। গত বছরের ফেব্রুয়ারিতে তিনি দায়িত্ব নেওয়ার দুই সপ্তাহের মধ্যেই পাকিস্তানের প্রধান কোচ ও টিম ডিরেক্টরের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন হাফিজ। এছাড়াও নাকভি বোর্ড প্রধান হওয়ার পর বদলেছে আরও তিন কোচ। সাফল্যের আশায় দুই বিদেশি কোচ জেসন গিলেস্পি ও গ্যারি কার্স্টেনকেও নিয়োগ দিয়েছিল পাকিস্তান। লাভ হয়নি তেমন। সব মিলিয়ে ২০১৯ সালে মিসবাহউলহাক থেকে শুরু করে এখন পর্যন্ত পূর্ণাঙ্গ মেয়াদ বা অন্তর্বর্‌তী দায়িত্বে ৯ জন প্রধান কোচ বদলেছে পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারপ্রাপ্ত দায়িত্বে ছিলেন আকিব জাভেদ। এই টুর্নামেন্ট পর্যন্তই ছিল তার চুক্তি। গুঞ্জন আছে তার সঙ্গে আর চুক্তি নবায়ন করবে না পিসিবি।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ের পাহাড়িকা উচ্চবিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধসিসিএল ব্লুচীজ স্নুকার ও এইটবল পুলের পুরস্কার বিতরণী সম্পন্ন