পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে স্থল মাইন বিস্ফোরণে স্থানীয় এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। কর্মকর্তারা জানান, সোমবার রাতে পঞ্জগুর জেলায় একটি গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণটি ঘটানো হয়। পঞ্জগুরের ডিসি আমজাদ সমরো পাকিস্তানের ইংরেজি ভাষার দৈনিক ডনকে জানান, বালগাতার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইস্তিয়াক ইয়াকুব ও অন্যরা এক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার সময় তাদের ওপর হামলার লক্ষ্যে দুবৃত্তরা রাস্তায় দূর নিয়ন্ত্রিত একটি বোমা পেতে রেখেছিল। খবর বিডিনিউজের।
তাদের বহনকারী গাড়িটি বালগাতারের চকের বাজারে পৌঁছানোর পর বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়, এতে হতাহতের ঘটনা ঘটে। প্রাদেশিক নিরাপত্তা বাহিনীর তথ্য অনুযায়ী, নিহতরা সবাই বালগাতার ও পঞ্জগুরের বাসিন্দা। হামলার বিষয়ে একটি তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে তারা। নভেম্বরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী তেহরিক–ই–তালেবান পাকিস্তানের সরকারের সঙ্গে থাকা তাদের অস্ত্রবিরতি চুক্তি অবসানের ঘোষণা দেওয়ার পর থেকে পাকিস্তানজুড়ে সন্ত্রাসী তৎপরতা বেড়ে গেছে। বিশেষ করে আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন দুই প্রদেশ খাইবার পাখতুনখওয়া ও বেলুচিস্তানে একের পর এক প্রাণঘাতী হামলার ঘটনা ঘটছে। এসব হামলার অনেকগুলোর দায় স্বীকার করেছে পাকিস্তান তালেবান নামে পরিচিত জঙ্গি গোষ্ঠীটি।