পাকিস্তান দল আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে কি না, তা চূড়ান্ত হবে আগামী শুক্রবার অথবা সোমবার। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকের পর এই কথা জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। গত সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাকভি, যিনি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীও।
পরে সামাজিক মাধ্যম এক্স–এ নাকভি লেখেন, বিশ্বকাপ ইস্যুতে সকল বিকল্প বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রধানমন্ত্রী মিয়াঁ মুহাম্মদ শাহবাজ শরিফের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আইসিসির বিষয়টি সম্পর্কে তাকে অবহিত করেছি এবং তিনি নির্দেশ দিয়েছেন যে, আমরা সকল বিকল্প বিবেচনা করেই বিষয়টি সমাধান করব। চূড়ান্ত সিদ্ধান্ত শুক্রবার অথবা আগামী সোমবার নেওয়া হবে বলে একমত হয়েছে।
নিরাপত্তা শঙ্কায় বিশ্বকাপে বাংলাদেশ দল ভারতে খেলতে রাজি না হওয়ায়, তাদেরকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দিয়েছে আইসিসি। গত শনিবার আইসিসি এই সিদ্ধান্ত জানানোর দিনেই পিসিবি চেয়ারম্যান বলেন, বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হচ্ছে। আইসিসির বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগও করেন তিনি। তখন নাকভি জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী দেশে নেই এবং তিনি ফেরার পর তার সঙ্গে আলোচনা করে বিশ্বকাপে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
নিরাপত্তা ইস্যু নিয়ে গত বুধবার আইসিসি বোর্ড সভায় ভোটাভুটিতে বাংলাদেশ হেরে যায় ১৪–২ ভোটে। তখন ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের খবরে বলা হয়েছিল, নিজেদের বাইরে কেবল পাকিস্তানের ভোটই পেয়েছে বাংলাদেশ।
পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোকে জানানো হয়েছে, নাকভি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আইসিসির অনিয়ম তুলে ধরেছেন। তিনি উল্লেখ করেন, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত পাকিস্তানে খেলতে অস্বীকার করেছিল, কিন্তু তখন তাদের জন্য বিকল্প ভেন্যু দেওয়া হয়েছিল।
ওই সূত্র আরও জানিয়েছে, বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালে অংশগ্রহণ ফি বাবদ বড় অঙ্কের আর্থিক ক্ষতির কথাও প্রধানমন্ত্রীকে স্মরণ করিয়ে দিয়েছেন পিসিবি চেয়ারম্যান। তবে, নাকভি এটাও জোর দিয়ে উল্লেখ করেছেন যে, টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের না খেলার সিদ্ধান্ত ভারতের জন্য আরও বড় ক্ষতির কারণ হবে। এর আগে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো জানায়, টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলা বর্জন না করে শুধু ভারতের বিপক্ষে ম্যাচ থেকে সরে দাঁড়াতে পারে পাকিস্তান দল।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে হবে বিশ্বকাপ। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় বোর্ড ও আইসিসির সঙ্গে চুক্তি অনুযায়ী পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। উদ্বোধনী দিনে নেদারল্যান্ডসের মুখোমুখি হওয়ার কথা রয়েছে তাদের।












