২৫ আগস্ট পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ জিতল শান্ত–মুশফিক–সাকিব–লিটন–পমামিনুলরা। রাওয়ালাপিন্ডি টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে নতুন ইতিহাস রচনা করল বাংলাদেশ দল। শুধু তাই নয়, পাকিস্তানের মাটিতে প্রথম জয় এবং পাকিস্তানের মাটিতে সব ফরম্যাট মিলিয়ে ২১তম ম্যাচে এসে প্রথম জিতল বাংলাদেশ দল।
রাওয়ালাপিন্ডিতে করল হোয়াইট ওয়াশ : ৩ সেপ্টেম্বর পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে পাকিস্তানের মাটিতে হোয়াইট ওয়াশের পাশাপাশি প্রথমবারের মত টেস্ট, সিরিজসহ অনেক কিছুই জিতল বাংলাদেশ। আর এই সিরিজ জয়টা বিদেশের মাটিতে স্বাগতিকদের পূর্ণ শক্তির কোনো দলের বিপক্ষে প্রথম সিরিজ জয়।