পাকিস্তানের নতুন ওয়ানডে অধিনায়ক শাহীন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক | বুধবার , ২২ অক্টোবর, ২০২৫ at ১০:৩৫ পূর্বাহ্ণ

পাকিস্তানের নতুন ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পেলেন বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। উইকেটরক্ষকব্যাটার মোহাম্মদ রিজওয়ানের স্থলাভিষিক্ত হয়েছেন আফ্রিদি। রিজওয়ানকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়ার কোন কারণ জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক বিবৃতিতে পিসিবি জানায়, ইসলামাবাদে নির্বাচক কমিটি ও পাকিস্তানের সাদা বলের কোচ মাইক হেসনের বৈঠকের পর নতুন অধিনায়ক চূড়ান্ত করা হয়েছে। এর আগে পাকিস্তানকে টিটোয়েন্টি ফরম্যাটে নেতৃত্ব দিয়েছেন আফ্রিদি। ২০২৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ সিরিজে প্রথম নেতৃত্ব দেন তিনি। ঐ সিরিজ ৪১ ব্যবধানে হারে পাকিস্তান। এর কয়েক মাস পর টিটোয়েন্টি দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয় আফ্রিদিকে। আগামী মাসে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে ওয়ানডে অধিনায়ক হিসেবে পথচলা শুরু হবে আফ্রিদির। সিরিজের তিন ওয়ানডে হবে যথাক্রমে ৪, ৬ ও ৮ নভেম্বর। ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পর বাবর আজম নেতৃত্ব ছাড়লে দায়িত্ব পান রিজওয়ান। ২০২৪ সালে ওয়ানডের নেতৃত্বটা দারুণভাবে শুরু করেন তিনি। রিজওয়ানের অধীনে অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার মাটিতে টানা তিন সিরিজ জিতে পাকিস্তান। এ বছরের শুরুতে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হেরে যায় পাকিস্তান। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় তারা। গত মার্চে নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ এবং আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরেও সিরিজ হারে রিজওয়ানের দল। টানা চার সিরিজের ব্যর্থতায় নেতৃত্ব হারাতে হল তাকে। সব মিলিয়ে ২০ ম্যাচে পাকিস্তানকে নেতৃত্ব দেন রিজওয়ান। তার অধীনে ৯টিতে জয়, ১১টিতে হারের স্বাদ পায় পাকিস্তান। আফ্রিদি ওয়ানডে নেতৃত্ব পাওয়ায় ক্রিকেটের তিন ফরম্যাটে এখন আলাদাআলাদা অধিনায়ক পাকিস্তানের। টেস্টে শান মাসুদ এবং টিটোয়েন্টিতে অধিনায়কের দায়িত্বে আছেন সালমান আঘা।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশের অনুশীলন শুরু
পরবর্তী নিবন্ধসিজেকেএস উন্মুক্ত কাবাডি টুর্নামেন্ট ৬ নভেম্বর শুরু