টি২০ ক্রিকেট বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বের খেলায় ভারতের বিপক্ষে পাকিস্তানের জয়ে উল্লাস করার অভিযোগে উত্তরপ্রদেশের পুলিশ তিন কাশ্মীরি শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে। রোববারের ওই খেলায় পাকিস্তান ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল। উত্তরপ্রদেশের পুলিশ জানিয়েছে, তারা যে তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে, তারা ভারত-পাকিস্তান খেলার সময় ‘ভারতবিরোধী ও পাকিস্তানপন্থি’ স্লোগান দিয়েছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাইবার সন্ত্রাসবাদ ও বিদ্বেষ প্রচারের অভিযোগ আনা হয়েছে।
পাকিস্তানি ক্রিকেট দলের জয় উদ্যাপন করায় ভারতের অনেক জায়গায় মুসলমানদের ওপর যে ব্যাপক দমনপীড়ন নেমে এসেছে আগ্রার একটি কলেজের এই তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার তার সর্বশেষ নজির বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। আনন্দবাজার জানিয়েছে, পাকিস্তানের জয়ে উল্লাস করায় আগ্রার রাজা বলবৎ সিং কলেজের প্রকৌশলবিদ্যার তিন শিক্ষার্থীকে সোমবার কর্তৃপক্ষ বহিষ্কার করে। এরা হলেন- চতুর্থ বর্ষের শওকত আহমেদ গানাই এবং তৃতীয় বর্ষের আরশাদ ইউসুফ ও ইনায়েত আলতাফ শেখ। বুধবার পুলিশ তাদের গ্রেপ্তার করে।