পাকিস্তানের জাতীয় নির্বাচন জানুয়ারির শেষ সপ্তাহে

| শুক্রবার , ২২ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:২৬ পূর্বাহ্ণ

পাকিস্তানের নির্বাচনী প্যানেল ঘোষণা দিয়েছে, বহুলপ্রতীক্ষিত সাধারণ নির্বাচন আগামী বছরের জানুয়ারির শেষ সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) বলেছে, নির্বাচন নভেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্বাচনী এলাকা নতুন করে চিহ্নিতকরণের কারণে বিলম্বিত হচ্ছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে নতুন আসনগুলোর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ৫৪ দিনের প্রক্রিয়ার পর জানুয়ারির শেষে ভোট অনুষ্ঠিত হবে। প্রক্রিয়ার মধ্যে রয়েছে, মনোনয়নপত্র দাখিল, যাচাইবাছাই, আপিল, প্রচারণা ইত্যাদি। ২৪১ মিলিয়ন বা ২৪ কোটি ১০ লাখ বাসিন্দার দক্ষিণ এশিয়ার দেশটিতে বিদায়ী পার্লামেন্ট আগস্টে তার পাঁচ বছর মেয়াদ শেষ করে। খবর বাংলানিউজের।

এরপর ভোট তদারকির জন্য তত্ত্বাবধায়ক সরকার বসানো হয়। পাকিস্তানের সংবিধান অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার আগেই যদি জাতীয় পরিষদ ভেঙে দেওয়া হয়, তাহলে ৯০ দিনের মধ্যে সাধারণ নির্বাচন করতে হবে। আর জাতীয় পরিষদ মেয়াদ পূর্ণ করলে ৬০ দিনের মধ্যে সাধারণ নির্বাচন হবে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২৪.৪৭ কোটি টাকা
পরবর্তী নিবন্ধভারতের চন্দ্রাভিযানে যুক্ত কর্মী বেতন না পেয়ে নেমেছেন চা বিক্রিতে