থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে ৫–১ গোলের হারে সাফ ফুটসালের শিরোপা দৌড় থেকে ছিটকে পড়ল বাংলাদেশ। পাঁচ ম্যাচে ৭ পয়েন্ট তাদের। বাংলাদেশের বাকি আছে আর এক ম্যাচ। রাউন্ড রবিন লিগে শনিবার নেপালের মুখোমুখি হবে দল। পঞ্চদশ মিনিটে চার জনের দলে পরিণত হয় পাকিস্তান, কিন্তু সুযোগটা নিতে পারেনি বাংলাদেশ। উল্টো দুই মিনিট পর পিছিয়ে পড়ে। এরপর ব্যবধান দ্বিগুণ করে নেয় পাকিস্তান। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় এক গোল ফিরিয়ে দিলেও শেষ পর্যন্ত বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। শিরোপা দৌড়ে এগিয়ে আছে মালদ্বীপ। চার ম্যাচের সবগুলো জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। পাঁচ ম্যাচে পাকিস্তান ১০ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। রাউন্ড রবিন লিগে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল হবে চ্যাম্পিয়ন।












