পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

হকি বিশ্বকাপ বাছাই

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ১৪ নভেম্বর, ২০২৫ at ৫:৪৪ পূর্বাহ্ণ

হকি বিশ্বকাপ বাছাইয়ের তিন ম্যাচের প্লেঅফ সিরিজ শুরু করল বাংলাদেশ বড় ব্যবধানে হেরে। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বুধবার পাকিস্তানের বিপক্ষে ৮২ গোলে হেরেছে বাংলাদেশ। ম্যাচের প্রথম কোয়ার্টারের পর সময় যত গড়াচ্ছিল দুই দলের পার্থক্য স্পষ্ট হতে থাকে ততই। শুরুর দিকে বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন পাকিস্তানের সাথে চোখে চোখ রেখে লড়াই করা বাংলাদেশ পরে একটু একটু করে পিছিয়ে পড়তে থাকে। সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ শুক্রবার মুখোমুখি হবে দুই দল। এই প্লেঅফ সিরিজের জয়ী দল পাবে আগামী বছর নেদারল্যান্ডসে হতে যাওয়া বিশ্বকাপের বাছাইয়ে খেলার সুযোগ। বাংলাদেশ শুরুতেই ধাক্কা খায় দুটি। চতুর্থ মিনিটে পাকিস্তানের এক খেলোয়াড়ের শট ঠেকাতে গিয়ে মাথায় আঘাত পান রোমান সরকার। সঙ্গে সঙ্গেই টার্ফে লুটিয়ে পড়েন তিনি। মাথা দিয়ে রক্ত ঝরতে থাকে। মাথায় ব্যান্ডেজ করে, প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুতই অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয় তাকে। এরপর পেনাল্টি স্ট্রোক থেকে পাকিস্তানকে এগিয়ে নেন অধিনায়ক আম্মাদ শাকিল ভাট। প্রথম কোয়ার্টারেই এই ধাক্কা সামলেও নেয় বাংলাদেশ। শেষ দিকে রিভার্স হিটে হুজাইফা হোসেন সমতার স্বস্তি এনে দেন দলকে। এরপর থেকে ছন্দ হারিয়ে পিছিয়ে পড়তে থাকে বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারের শুরুর দিকে নাদিম আহমেদের ফিল্ড গোলে এগিয়ে যায় পাকিস্তান। ২৪তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান আরও বাড়ান আফরাজ। এই কোয়ার্টারের শেষ দিকে দারুণ হিটে নিজের দ্বিতীয় গোলও তুলে নেন তিনি। তৃতীয় কোয়ার্টারে আল গাজানফার ও ওয়াহিদ রানার গোলে বড় জয়ের পথে ছুটতে থাকে পাকিস্তান। চতুর্থ কোয়ার্টারের শুরুতে শাহিদ হান্নানের ফিল্ড গোলে ব্যবধান আরও বাড়ে। বাকি সময়ে আশরাফুলসবুজরা আর গোল হজম না করার দিকেই মনোযোগী হয়, কিন্তু ৫৬তম মিনিটে নাদিম আহমাদ নিখুঁত হিটে পাকিস্তানকে এনে দেন অষ্টম গোল। ৫৮তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে ব্যবধান কমানো দ্বিতীয় গোলটি এনে দেন আমিরুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধইসলামিক গেমসে টিটির মিশ্র দ্বৈতের ফাইনালে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধডাবল সেঞ্চুরি করতে না পারার হতাশা জয়ের