পাকিস্তানের একাধিক স্থানে হামলা চালিয়েছে আফগান তালেবান। গতকাল শনিবার প্রকাশিত এক বিবৃতিতে একথা জানিয়েছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সমপ্রতি দেশটির ভেতরে পাকিস্তানি বিমান হামলার প্রতিশোধ নিতে পাল্টা হামলা চালানো হয়েছে। তবে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের বিবৃতিতে সরাসরি উল্লেখ করেনি যে, তাদের হামলায় পাকিস্তানকে টার্গেট করা হয়েছে। তারা বলেছে, হামলাগুলো কাল্পনিক সীমার বাইরে পরিচালিত হয়েছে। এটি আফগান কর্তৃপক্ষের একটি পরিচিত অভিব্যক্তি, যা পাকিস্তানের সঙ্গে তাদের দীর্ঘদিনের বিতর্কিত সীমান্তকে নির্দেশ করে। মন্ত্রণালয় জানায়, কাল্পনিক সীমার বাইরে কয়েকটি পয়েন্টকে দক্ষিণ–পূর্ব দিক থেকে প্রতিশোধমূলকভাবে টার্গেট করা হয়েছে। জায়গাগুলো আফগানিস্তানে হামলা সংঘটিত ও সমন্বয় করার জন্য ক্ষতিকর উপাদান এবং তাদের সমর্থকদের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল।