পাকিস্তানি ভাবধারার কিছু লোক সমপ্রীতি বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত

পটিয়ায় পূজামণ্ডপ পরিদর্শনকালে হুইপ সামশুল

পটিয়া প্রতিনিধি | রবিবার , ২৫ অক্টোবর, ২০২০ at ৬:০৮ পূর্বাহ্ণ

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে সামপ্রদায়িক সমপ্রীতি অক্ষুণ্ন রেখে বিভিন্ন ধর্মাবলম্বীরা তাদের ধর্ম পালন করে আসছে। এখানে সামপ্রদায়িকতার স্থান নেই। তবে পাকিস্তানি ভাবধারার কিছু লোক এদেশে সামপ্রদায়িক সমপ্রীতি বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। গতকাল শনিবার পটিয়া উপজেলা ও পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি একথা বলেন। এদিন বিভিন্ন পূজামণ্ডপে নগদ অনুদানও দেন হুইপ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, ইউএনও ফয়সাল আহমেদ, পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইনামূল হাছান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব বাবুল, বিমল মিত্র, দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি আমম টিপু সুলতান চৌধুরী, সরওয়ার হায়দার, হাসান উল্লাহ চৌধুরী, ইমরান উদ্দিন রশিদ, কাউন্সিলর রূপক কুমার সেন, বুলবুল আকতার, মুজিবুল হক চৌধুরী, মিজানুর রহমান, সনজিব কুমার দাশ, মাহবুবুল আলম, গিয়াস উদ্দিন আজাদ, রফিক হাসান, নাজিম উদ্দিন, রবিউল হোসেন, নজরুল ইসলাম, জহিরুল হক তালুকদার, গোলাম কাদের, পৌরসভা পূজা পরিষদ সভাপতি বিশ্বজিৎ দাশ, সাধারণ সম্পাদক প্রণব দাশ, তাপস কুমার দে, মাস্টার শ্যামল কান্তি দে, আবুল বশর, অধ্যাপক সাগর কান্তি দে, খরনা চেয়ারম্যান মাহবুবুর রহমান, জয়প্রকাশ দত্ত, নরেন রায় চৌধুরী, সুমন মেম্বার, আবদুল আজিজ, প্রসেনজিৎ মিত্র জয় প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমানবাধিকার ও জননিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ
পরবর্তী নিবন্ধমোস্তফা-হাকিম ফাউন্ডেশনের মিলাদুন্নবী (সা.) মাহফিল