ওয়েস্ট ইন্ডিজের মতো দলের কাছে ওয়ানডেতে মাত্র ৯২ রানে অলআউট পাকিস্তান। গত মঙ্গলবার রাতে ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে ঘটেছে এমন অবিশ্বাস্য ঘটনা। ভক্তদের জন্য এমন সংবাদ মেনে নেওয়া কঠিনই বটে। ক্যারিবীয়দের সামনে ব্যাটিংয়ে সবচেয়ে বাজে প্রদর্শনী দেখিয়ে ২০২ রানের বিশাল ব্যবধানে হেরেছে পাকিস্তান। এতে ২–১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। এমন বড় পরাজয়ের পর পাকিস্তান দলের তীব্র সমালোচনা করেছেন সাবেক তারকা পেসার শোয়েব আখতার। সতর্ক করে বলেন যতবার পাকিস্তান গতিবান্ধব কন্ডিশনে খেলবে ততবারই ব্যাটিং দুর্বলতা প্রকাশ পাবে। ম্যাচ শেষে রাষ্ট্রীয় টেলিভিশনে কথা বলতে গিয়ে পাকিস্তানের হোয়াইট–বল প্রধান কোচ মাইক হেসনের ভূমিকাকেও প্রশ্নবিদ্ধ করেন শোয়েব।