পাকিস্তানি তরুণী এখন নওগাঁর গৃহবধূ, থাকতে চান বাংলাদেশে

| মঙ্গলবার , ৪ নভেম্বর, ২০২৫ at ৯:৩৯ পূর্বাহ্ণ

জীবিকার তাগিদে কয়েক বছর আগে রাশিয়া যান নওগাঁর আত্রাই উপজেলার এক যুবক। সেখানে তার সঙ্গে পরিচয় হয় পাকিস্তানি এক তরুণীর। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। দুই বছরের মাথায় পাকিস্তানের লাহোরে বিয়ে করেন তারা। বিয়ের দুই মাসের মাথায় পাকিস্তানি তরুণী ফাইজা আমজাদ (২৫) ভালোবাসার মানুষ রবিউল ইসলামের সঙ্গে বাংলাদেশে এলেন। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভিনদেশি নববধূকে দেখতে উপজেলার শাহাগোলা ইউনিয়নের বহলা গ্রামের আব্দুল মণ্ডলের ছেলে রবিউলের বাড়িতে ভিড় করছেন স্থানীয়রা। ৩৫ বছর বয়সি রবিউল ইসলাম বলেন, “কয়েক বছর আগে জীবিকার তাগিদে রাশিয়ায় যাই। সেখান ২০২৩ সালে ফাইজা আমজাদের সঙ্গে আমার প্রথম পরিচয় হয়। এক পর্যায়ে তার সঙ্গে প্রেম হয়। “পরে ফাইজা তার পরিবারকে আমাদের সম্পর্কের বিষয়ে জানান। প্রথমে ফাইজার বাবামা রাজী ছিলেন না। পরে পরিবারের সম্মতিতে ২২ অগাস্ট ফাইজার সঙ্গে পাকিস্তানে আমাদের বিয়ে সম্পন্ন হয়।” খবর বিডিনিউজের।

ফাইজা আমজাদ বলেন, “আমি বাবামার তৃতীয় সন্তান। রাশিয়াতে পড়াশোনা করার সময় রবিউলের সঙ্গে পরিচয় হয়। তাকে অনেক বেশি ভালোবাসি। বাংলাদেশে এসে খুব ভালো লাগছে। রবিউলের পরিবারের সদস্যরা আমাকে মেয়ের মতো গ্রহণ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় নকল এলপি গ্যাসের সন্ধান, ২ গোডাউন সিলগালা
পরবর্তী নিবন্ধচাকসুর কোষাধ্যক্ষ পদে প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরীর যোগদান