পাকিস্তানপ্রেমীদের ব্যালটের মাধ্যমে পরাজিত করতে হবে

রাউজানে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

রাউজান প্রতিনিধি | বুধবার , ১২ অক্টোবর, ২০২২ at ৫:৫৭ পূর্বাহ্ণ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, স্বাধীনতাবিরোধীরা পরাজয়ের গ্লানি এখনো ভুলতে পারেনি। তাই পাকিস্তানের প্রশংসা করতে তারা কার্পণ্য করে না। যারা বলে পাকিস্তান আমল ভাল ছিল, আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে তাদের রাজনৈতিক পরাজয় নিশ্চিত করতে হবে। তিনি গতকাল মঙ্গলবার রাউজানে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, স্বাধীনতাবিরোধী অপশক্তি এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। বীর মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ হয়ে তাদের এই ষড়যন্ত্র রুখে দেবে। বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে আওয়ামী লীগ সরকারই সবসময় কাজ করেছে এবং করছে। অন্যরা ক্ষমতায় এসে শুধু লুটপাট করেছে। বীর মুক্তিযোদ্ধারা এখন ন্যূনতম ২০ হাজার টাকা করে ভাতা পাচ্ছেন। এ ছাড়া অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য ত্রিশ হাজার বীর নিবাস নির্মাণ করে দেয়া হচ্ছে। বীর মুক্তিযোদ্ধারা বিনামূল্যে হাসপাতালে চিকিৎসাসেবা পাচ্ছেন উল্লেখ করে আ ক ম মোজাম্মেল হক বলেন, জেলা, উপজেলাসহ দেশের বিশেষায়িত হাসপাতালসমূহে চিকিৎসা, ওষুধ, টেস্ট যা প্রয়োজন তার সবই বিনামূল্যে প্রদান করা হচ্ছে।
মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় যেসব স্থানে যুদ্ধ হয়েছিল, সেসব স্থান সংরক্ষণ করা হচ্ছে। বধ্যভূমিগুলোও সংরক্ষণ করা হচ্ছে। এ ছাড়া যদি কোনো মুক্তিযোদ্ধা মারা যান তাদের একই রকম ডিজাইনের কবর দেয়া হবে, যেন ৫০ বছর পরেও একটি কবর দেখে বোঝা যায়, এটি একজন বীর মুক্তিযোদ্ধার কবর। আমাদের চরম দুর্ভাগ্য ১৯৭৫-এর ১৫ আগস্ট স্বাধীনতাবিরোধী পাকিস্তানপ্রেমী মৌলবাদী সামপ্রদায়িক অপশক্তি সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করে অগ্রসরমান এক জাতিকে পশ্চাৎপদতার অন্ধকারে নিক্ষেপ করেছে। বঙ্গবন্ধু জীবিত থাকলে বাংলাদেশ অনেক আগেই উন্নত দেশে পরিণত হতো।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি বলেন, রাউজান অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসীদের উপজেলা, এই উপজেলার উন্নয়ন, সমৃদ্ধি এসেছে দেশের প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সরকারের বদৌলতে।
রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন, রাউজান উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দার চৌধুরী, রাউজান আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, রাউজান পৌরসভা মেয়র মো. জমির উদ্দিন পারভেজ, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর চৌধুরী প্রমুখ।
মন্ত্রী উপজেলা পরিষদ ডাকবাংলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বৃক্ষ রোপণ করেন। মন্ত্রীকে রাউজানে স্বাগত জানান এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। তিনি মন্ত্রীকে নিয়ে তদানীন্তন পূর্ব পাকিস্তান প্রদেশিক পরিষদের বিরোধী দলীয় নেতা ফজলুল করিব চৌধুরীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও মুনাজাত করেন। পরে পৌরসভায় বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা গণপাঠাগারের উদ্বোধন করেন। দক্ষিণ রাউজানে মাস্টার দা সূর্য সেনের বাস্তুভিটা সূর্য সেন পল্লী পরিদর্শনে গেলে সেখানে তাকে স্বাগত জানান জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল পালিত। মন্ত্রী নোয়াপাড়া শেখ কামাল কমপ্লেঙও পরিদর্শন করেন।

পূর্ববর্তী নিবন্ধঅসহায় মানুষের সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব
পরবর্তী নিবন্ধচিনির দাম লাগামহীন