পাকিস্তানকে হারিয়ে সিরিজে ফিরলো নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বুধবার , ১৯ এপ্রিল, ২০২৩ at ৫:৪১ পূর্বাহ্ণ

টিটোয়েন্টি ক্রিকেটের চরিত্রটাই যেন এমন। যার প্রতিটি পরতে পরতে থাকবে উত্তেজনার পরশ। সমপ্রতি আন্তর্জাতিক টিটোয়েন্টি কিংবা ফ্রাঞ্চাইজি ম্যাচ সব জায়গাতেই এমন উত্তেজনাকর পরিস্থিতিতে শেষ হচ্ছে ম্যাচগুলো। সোমবার রাতেও ঠিক এমন একটি ম্যাচ উপহার দিয়েছে পাকিস্তান এবং নিউজিল্যান্ড। ৫ ম্যাচের টিটোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে স্বাগতিক পাকিস্তানকে মাত্র ৪ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে কিউইদের করা মাত্র ১৬৩ রানের চ্যালেঞ্জ তাড়া করতে নমে ইনিংসের একেবারে শেষ বলে গিয়ে ১৫৯ রানে অলআউট হয়েছে পাকিস্তান। জয়ের জন্য ১৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে যদিও শুরু থেকে পাকিস্তানি ব্যাটাররা ছিলেন পুরোপুরি নিষ্প্রভ। রানই করতে পারছিলেন না কিউই বোলারদের সামনে। তবে, মিডল অর্ডারে পাহাড়ের মত দাঁড়িয়ে যান ইফতিখার আহমেদ। মাত্র ২৪ বলে ৬০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি।

ইফতিখারের এই ইনিংসই পাকিস্তানের সামনে জয়ের সম্ভাবনা তৈরি করলেও পাকিস্তানের জয়ের জন্য যথেষ্ট হয়নি। ৩টি চার এবং এবং ৬টি ছক্কা মারেন তিনি। আর দু’একজন ব্যাটার দাঁড়াতে পারলেই পাকিস্তানের জয় নিশ্চিত হয়ে যেতো। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন ফাহিম আশরাফ। ১৭ রান করেন ফাখর জামান, ১৬ রান আসে শাদাব খানের ব্যাট থেকে। ১০ রান করেন সাইম আইয়ুব। আগের ম্যাচে সেঞ্চুরিয়ান বাবর আজম আউট হন মাত্র ১ রান করে। মোহাম্মদ রিজওয়ান ৬ রান করে আউট হন। শেষ পর্যন্ত ইনিংসের একেবারে শেষ বলে এসে ১৫৯ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। নিউজিল্যান্ডের পক্ষে ৩ উইকেট নেন জিমি নিশাম। ২টি করে উইকেট নেন অ্যাডাম মিলনে এবং রাচিন রবিন্দ্র। ১টি করে উইকেট নেন ম্যাট হেনরি ও ইশ সোধি।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। ওপেনার এবং অধিনায়ক টম ল্যাথাম ৪৯ বলে খেলেন ৬৪ রানের ইনিংস। নিউজিল্যান্ড পাওয়ার প্লেতে তোলে কেবল ৩৫ রান। ১০ ওভার শেষে তাদের রান ছিল ২ উইকেটে ৬৪। ২৬ বলে ৩৩ রান করা মিচেলকে ফিরিয়ে ৪৩ বলে ৬৫ রানের জুটি ভাঙেন শাহিন শাহ আফ্রিদি। ৪১ বলে পঞ্চাশ ছুঁয়ে এগিয়ে যেতে থাকেন ল্যাথাম। আগের দুই ম্যাচে দুর্দান্ত বোলিং করা রউফ ভাঙেন তার প্রতিরোধ। নিউ জল্যান্ড অধিনায়ক ৪৯ বলে দুই ছক্কা ও সাত চারের সাহায্যে করেন ৬৪ রান। ৯ বলে একটি করে ছক্কা ও চারে ১৬ রানে অপরাজিত থাকেন মার্ক চাপম্যান। ছোট্ট দুটি ক্যামিও ইনিংস খেলেন নিশাম ও রাচিন রবীন্দ্র। তাদের ঝড়ো ব্যাটিংয়ে শেষ ১০ ওভারে ৯৯ রান যোগ করে নিউজিল্যান্ড। ৩১ রানে ২ উইকেট নিয়ে পাকিস্তানের সফলতম বোলার রউফ। নিজের পঞ্চাশতম টিটোয়েন্টিতে ৩৩ রানে ২ উইকেট নেন আফ্রিদি।

পূর্ববর্তী নিবন্ধডিপিএল সুপার লিগের প্রথম দিনই মুখোমুখি মোহামেডান-আবাহনী
পরবর্তী নিবন্ধপাকিস্তানের খাইবার গিরিপথে ভূমিধসে নিহত ২, চাপা পড়েছে বহু ট্রাক