পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:৫৭ পূর্বাহ্ণ

সাফ অনূর্ধ্ব১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। কলম্বোর রেসকোর্স মাঠে গতকাল বৃহস্পতিবার প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে ২০ গোলে হারায় বাংলাদেশের ছেলেরা। নাজমুল হুদা ফয়সাল দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন অপু রহমান। গতবারের মতো এবারও পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ ফাইনালে উঠলো। দারুণ ফিনিশিংয়ে এক মিনিটের মধ্যে দুইবার পাকিস্তানের জালে বল পাঠায় বাংলাদেশ কিশোররা। আর তাতে করেই ম্যাচে চালকের আসনে বসে যায় বাংলাদেশ। এই ধাক্কাতেই পাকিস্তান আর পারেনি ঘুরে দাঁড়াতে। দ্বিতীয় সেমিফাইনালে ভারত ও নেপাল লড়াই করবে। এই ম্যাচের বিজয়ী দলের সাথে আগামী ২৭ সেপ্টেম্বর একই ভেন্যুতে ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে সেরা চারের মঞ্চে আসা বাংলাদেশ শুরু থেকেই পাকিস্তানের রক্ষণে ভীতি ছড়াতে থাকে। গোলরক্ষক সামার রাজ্জাকের মারাত্মক ভুল কাজে লাগিয়ে তৃতীয় মিনিটে খেলায় এগিয়ে যায় বাংলাদেশ। ভুল থ্রোয়ে রাজ্জাক বল তুলে দেন বাংলাদেশের অপুর পায়ে। তবে বলের নিয়ন্ত্রণ পেলেও তিনি ঠিকঠাক পাস বাড়াতে পারেননি। পরে পাকিস্তানের এক ডিফেন্ডারের পা হয়ে বল চলে যায় অন্য প্রান্তে থাকা ফয়সালের কাছে। কিপার রাজ্জাক ঝাঁপিয়ে শেষ চেষ্টা করেছিলেন বল গ্লাভসে নেওয়ার, কিন্তু পারেননি। ফাঁকা পোস্টে অনায়াসে লক্ষ্যভেদ করেন ফয়সাল। বাংলাদেশ এগিয়ে যায় ১০ গোলে। এই গোলের রেশ থাকতে থাকতেই ব্যবধান দ্বিগুণ করে নেয় বাংলাদেশ। দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে অপুর দারুণ শট লাফিয়ে ওঠা গোলরক্ষকের গ্লাভসকে ফাঁকি দিয়ে ঠিকানা খুঁজে পায় ()। ম্যাচের শুরুতেই দুই গোল হজম করে পাকিস্তান আর লড়াইয়ে ফিরতে পারেনি। গোলসংখ্যা দ্বিগুন করে এই ব্যবধানেই প্রথম অর্ধ শেষ করে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে গোলের জন্য তেমন মরিয়া ছিল না বাংলাদেশ। পাকিস্তানও পারেনি আর ঘুরে দাঁড়াতে। তাতে প্রথমবারের মতো বয়সভিত্তিক এই ক্যাটাগরিতে শিরোপা জয়ের আরও কাছে পৌঁছে যায় বাংলাদেশ। এর মাধ্যমে বাংলাদেশ অপরাজিত থেকেই ফাইনাল নিশ্চিত করলো।

এখনো পর্যন্ত টুর্নামেন্টে কোন গোল হজম করেনি বাংলাদেশ। গ্রুপ পর্বে নেপাল ও শ্রীলংকাকে ৪০ গোলের একই ব্যবধানে পরাজিত করে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। অন্যদিকে পাকিস্তান গ্রুপ পর্বে দাপুটে ফুটবল খেলেছিল। গতকাল পাকিস্তান বাংলাদেশের বিপক্ষে গোলই করতে পারেনি। পাকিস্তান গ্রুপ পর্বে নেপালকে ৪০ গোলে ও মালদ্বীপকে ৫২ ব্যবধানে পরাজিত করে।

যদিও শেষ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের কাছে ৩২ গোলে পরাজিত হয় তারা। কিন্তু গ্রুপবি’র রানার্সআপ হিসেবে শেষ চারের টিকেট পায়।

পূর্ববর্তী নিবন্ধকেকেআরসি এবং এনইচটি স্পোর্টসের শুভ সূচনা
পরবর্তী নিবন্ধপ্রথমবার টিভি পর্দায় ড. মিথিলা জানাবেন কখনও যা বলেননি