পাকিস্তানকে হারিয়ে দারুণ সূচনা বাংলাদেশের

নারী ওয়ানডে বিশ্বকাপ

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ৩ অক্টোবর, ২০২৫ at ৫:৫৫ পূর্বাহ্ণ

নাহিদা, মারুফা, স্বর্ণাদের দুর্দান্ত বোলিংয়ের পর অভিষেক ম্যাচে রুবাইয়ার হাফ সেঞ্চুরির সুবাদে নারী ওয়ানডে বিশ্বকাপে দারুণ সূচনা করেছে বাংলাদেশ নারী দল। গতকাল শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। গত পাঁচ মাসে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি নিগার সোলতানা জ্যোতিরা। শ্রীলঙ্কায় গিয়ে দুটি প্রস্তুতি ম্যাচের একটি ভেসে যায় বৃষ্টিতে। তবে দেশের মাটিতে নিজেদের মধ্যে খেলে যে প্রস্তুতি নিয়েছিল নারী দল তার ফল মিলেছে বিশ্বকাপের প্রথম ম্যাচে। শক্তিশালী পাকিস্তানকে হারিয়েই বিশ্বকাপ শুরু করতে পারল বাংলাদেশ। বাংলাদেশের পেসার মারুফা বরাবরই দারুণ বল করে থাকেন। গতকালও তার ব্যতিক্রম হয়নি। আর নাহিদাস্বর্ণারা মিলে পাকিস্তানকে সুবিধা করতে দিল না মোটেও। বোলাররা স্বল্প রানে বেধে ফেলার পর বাংলাদেশের ব্যাটাররা অত্যন্ত দক্ষতার সাথে সেরেছে পরের কাজটা। আর তাতেই বিশ্বকাপে শুভ সূচনা করলো নারী ক্রিকেট দল।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। প্রথম ওভারের পঞ্চম বলে ওমাইমা সোহেলকে বোল্ড করে ফেরান মারুফা। পরের বলে আরেকটি চমৎকার ডেলিভারিতে বোল্ড হন ছন্দে থাকা ব্যাটার সিদরা আমিন। পরপর দুই বলে দুই উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিকের সামনে তখন মারুফা। পাকিস্তান প্রথম ওভারেই দুই উইকেট হারিয়ে সংগ্রহ করে ২ রান। নিজের পরের ওভারে মারুফার হ্যাটট্রিক বল ঠেকিয়ে দেন মুনিবা আলি। শুরুর জোড়া ধাক্কা তিনি সামাল দেওয়ার চেষ্টা করেন রামিন শামিমের সঙ্গে জুটিতে। ৪২ রানের জুটি গড়েন তারা। এটিই পাকিস্তান ইনিংসের সর্বোচ্চ জুটি। শেষ পর্যন্ত মুনিবাকে ফিরিয়ে জুটি ভাঙেন নাহিদা। ১৭ রান করে ফিরেন এই ওপেনার। নাহিদার পরের ওভারে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন রামিন। ২৩ রান করেন তিনি। আর এটিই পাকিস্তান ইনিংসের সর্বোচ্চ ব্যাক্তিগত স্কোর। আলেয়া রিয়াজ এবং সিদরা নেওয়াজ যোগ করেন ২০ রান। ১৫ রান করা সিদরা নেওয়াজকে ফিরিয়ে এ জুটি ভাঙেন রাবেয়া। এরপর অধিনায়ক ফাতিমা সানাকে নিয়ে ২৪ রান যোগ করেন আলেয়া রিয়াজ। আলেয়া রিয়াজকে ফিরিয়ে এ জুটি ভাঙেন নিশি। দলকে ১০০ রানে পৌঁছে দিয়ে ফিরেন অধিনায়ক সানা। ২২ রান আসে তার ব্যাট থেকে। এরপর নিয়মিত উইকেট হারায় পাকিস্তান। ৩৩তম ওভারে বল করতে আসেন স্বর্ণা। পরপর দুই ওভারে কোনো রান না দিয়ে দুই উইকেট শিকার করেন তিনি। রান দেননি নিজের তৃতীয় ওভারেও। তার চতুর্থ ওভারের প্রথম বলে চার মারার পর সিঙ্গেল নেন ডায়ানা বেগ। পরের বলেই সাদিয়া ইকবালের আউটে ইনিংসের সমাপ্তি। পাকিস্তান থামে ১২৯ রানে। ৩.৩ ওভার বল করে ৩ মেডেনে মাত্র ৫ রানে পাকিস্তানের শেষ ৩ উইকেট নিয়ে সফলতম বোলার লেগ স্পিনিং অলরাউন্ডার স্বর্ণা আক্তার। নিয়ন্ত্রিত বোলিংয়ে পেসার মারুফা ও বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার নেন ২টি করে উইকেট।

জবাব দিতে নেমে ৭ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ নারী দল। ২ রান করে ফিরেন ফারজানা হক। রুবাইয়ার সাথে শারমিনের সংযোজন ২৮ রান। তৃতীয় উইকেটে অধিনায়ক জ্যোতিকে নিয়ে ৬২ রান যোগ করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেন রাবেয়া। ৪৪ বলে ২৩ রান করে ফিরেন জ্যোতি। তবে রুবাইয়ার সাথে জুটি বেধে আর কোনো উইকেট হারাতে দেননি সোবহানা মোশতারী। ৩৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ১১৩ বল হাতে রেখে ৭ উইকেটের দারুণ এক জয়ে বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ। ৭৭ বলে ৮টি চারের সাহায্যে ৫৪ রান করে অপরাজিত থাকেন রুবাইয়া হায়দার। অভিষেকে হাফ সেঞ্চুরি তুলে নিলেন রুবাইয়া। ১৯ বলে ২৪ রান করে অপরাজিত ছিলেন সোবহানা মোশতারী। ম্যাচ সেরা হয়েছেন প্রথম ওভারে পরপর দুই বলে দুই উইকেট নেওয়া মারুফা আকতার।

পূর্ববর্তী নিবন্ধব্যাটারি রিকশা ও সিএনজি টেক্সি ছিনতাই বেড়েছে
পরবর্তী নিবন্ধআত্মীয়ের লাশ দেখে বাড়ি ফেরা হল না মা-মেয়ের