পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে ভারতের এক পা

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৫৯ পূর্বাহ্ণ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই চিরবৈরী পাকভারতের লড়াই যেরকম জমবে বলে আশা করা হয়েছিল তা মোটেও হয়নি। অনেকটা একতরফা খেলায় ৪৫ বল আগেই ভারত ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তানকে। এই জয়ে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত করে রাখলো রোহিত শর্মার দল। আগের খেলায় তারা হারিয়েছিল বাংলাদেশকে। অন্যদিকে কাগজেকলমে টিকে থাকলেও বিদায়ের পথেই পাকিস্তান। আজ সোমবার নিউজিল্যান্ড যদি বাংলাদেশকে হারিয়ে দেয়, তাহলে পাকিস্তানের বিদায় নিশ্চিত হয়ে যাবে।

গতকাল রোববার দুবাইতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ২৪১ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে বিরাট কোহলির অপরাজিত সেঞ্চুরির বদৌলতে ভারত লক্ষ্যে পৌঁছে ৪ উইকেট হারিয়ে। তারা তুলে নেয় ২৪৪ রান। তবে পাকিস্তানের ফিল্ডারদেরও দায় আছে এ ক্ষেত্রে। সহজ কয়েকটি ক্যাচ মিস করেছে তারা। সেগুলো ধরতে পারলে ফল ভিন্নরকম হতেও পারতো।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন সৌদ শাকিল। অন্যদিকে অপরাজিত সেঞ্চুরি করেন ভারতের বিরাট কোহলি। ২৪২ রানের লক্ষ্য তাড়ায় উড়ন্ত শুরু করে ভারত। বিশেষ করে রোহিত শর্মা। ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন তিনি। তবে ১৫ বলে ২০ রানের বেশি করতে পারেননি ভারত অধিনায়ক। আরেক ওপেনার শুবমান গিলও একই মেজাজে ব্যাটিং করেন। তার ব্যাট থেকে আসে ৫২ বলে ৪৬ রান। তিনে নেমে এদিন দুর্দান্ত ব্যাটিং করেছেন বিরাট কোহলি। পেয়েছেন সেঞ্চুরির দেখা। ইনিংসের শেষ বলে বাউন্ডারি মেরে তিন অঙ্ক ছুঁয়েছেন তিনি। শচিন টেন্ডুলকারকে ছাড়িয়ে ওয়ানডেতে দ্রুততম ১৪ হাজার রানের মাইলফলক ছোঁয়ার দিনে রেকর্ড সমৃদ্ধ করা ৫১তম সেঞ্চুরি উপহার দেন কোহলি। ৭ চারে ১১১ বলে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলে ম্যাচের সেরাও তিনিই। তাছাড়া শ্রেয়াস আইয়ার করেন ৬৭ বলে ৫৬ রান। পাকিস্তানের শাহিন আফ্রিদি ২টি উইকেট নেন।

এর আগে নতুন বলে ভারতের পেস সামলে পাকিস্তানকে ভালো শুরু এনে দেন বাবর আজম। অভিজ্ঞ এই ব্যাটারের এমন শুরুতে বড় ইনিংসের আভাস পাওয়া যাচ্ছিল। তবে হঠাৎই যেন তার ছন্দপতন। ইনিংসের নবম ওভারে হার্দিক পান্ডিয়ার সুইংয়ে পরাস্ত হন। তার ব্যাটের কানা ছুঁয়ে বল জমা পড়ে লোকেশ রাহুলের গ্লাভসে। ২৩ রান করে বাবর ফেরায় ভাঙে ৪৭ রানের উদ্বোধনী জুটি। বাবর সাজঘরে ফেরার পর আর বেশিক্ষণ টিকতে পারেননি আরেক ওপেনার ইমাম। দেখেশুনে খেলতে থাকা ইমাম নিজের বিপদ নিজেই ডেকে আনেন। ১০ ওভারের দ্বিতীয় বলে মিড অনের দিকে পুশ করেই দৌড় শুরু করেন, কিন্তু ক্রিজে পৌঁছানোর আগেই মিড অনে দাঁড়িয়ে থাকা অক্ষর প্যাটেল সরাসরি থ্রুতে স্টাম্প ভাঙেন। ৪৭ রানে দুই উইকেট হারানোর পর ১০৪ রানের জুটি গড়েন সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান। তাতে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। ৪৬ রান করে রিজওয়ান ফিরলে ভাঙে সেই জুটি। পাকিস্তান অধিনায়ক ফিফটি হাতছাড়া করলেও এই মাইলফলক ছুঁয়েছেন শাকিল। ফিফটির পর গিয়ার পরিবর্তন করেন শাকিল। দ্রুত রান তোলার চেষ্টায় ব্যর্থ হয়েছেন এই মিডল অর্ডার ব্যাটার। ৭৬ বলে ৬২ রান আসে তার ব্যাট থেকে। এরপর তায়িব তাহির ও সালমান আলি আগা দ্রুত ফিরেন। তাতে আবারো ব্যকফুটে চলে যায় পাকিস্তান। শেষদিকে খুশদিল শাহ ও নাসিম শাহ ফিনিশিং দেওয়ার চেষ্টা করেন। খুশদিল ৩৯ বলে করেন ৩৮ রান। আর নাসিমের ব্যাট থেকে এসেছে ১৬ বলে ১৪ রান। ভারতের হয়ে ৪০ রানে ৩ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার কুলদীপ যাদব।

পূর্ববর্তী নিবন্ধফেনী নদীর তীরের মাটি কেটে নিতে সশস্ত্র হানা
পরবর্তী নিবন্ধহাসপাতাল পরিদর্শনে গিয়ে ‘নো ট্রিটমেন্ট, নো রিলিজ’ নির্দেশ দেন হাসিনা : চিফ প্রসিকিউটর