পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বড় চমক যুক্তরাষ্ট্রের

সুপার ওভারের রোমাঞ্চ 

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ৭ জুন, ২০২৪ at ৭:১৯ পূর্বাহ্ণ

বিশ্বকাপে প্রথম অঘটনের জন্ম দিল যুক্তরাষ্ট্র। নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারিয়ে বড় অঘটন ঘটিয়ে দিয়েছে স্বাগতিকরা। নাটকীয়তায় ভরা ম্যাচটিতে সুপার ওভারে যুক্তরাষ্ট্র জিতেছে ৬ রানে। টানা দুই ম্যাচে জিতে পয়েন্ট তালিকার সবার উপরে যুক্তরাষ্ট্র। বাংলাদেশকে তিন ম্যাচের সিরিজে হারিয়ে চমক দেখানো যুক্তরাষ্ট্র এবার সবচাইতে বড় চমক দেখাল পাকিস্তানকে হারিয়ে। নির্ধারিত ২০ ওভারের ম্যাচটি টাই হয়। পাকিস্তানের ১৫৯ রানের জবাবে যুক্তরাষ্ট্রও করেছিল ১৫৯ রান। টসে হেরে ব্যাট করতে নামা পাকিস্তান ২৬ রানে হারায় ৩ উইকেট। চতুর্থ উইকেটে বাবর এবং সাদাব মিলে যোগ করেন ৬২ রান। ৪০ রান করে ফিরেন সাদাব। পরের বলে ফিরেন আজম খান। দলকে ১২৫ রানে রেখে ৪৩ বলে ৪৪ রান করে ফিরেন বাবর আজম। শেষ দিকে ইফতেখার ১৮ এবং শাহীনশাহ আফ্রিদি ২৩ রান করলে ১৫০ রান সংগ্রহ করে পাকিস্তান। যুক্তরাষ্ট্রের পক্ষে ৩টি উইকেট নিয়েছেন নস্টহাস। ২ টি উইকেট নিয়েছেন সৌরভ। জবাবে ব্যাট করতে নামা যুক্তরাষ্ট্র ৩৬ রানে প্রথম উইকেট হারায়। ১২ রান করে ফিরেন টেইলর। দ্বিতীয় উইকেটে মুনাঙ্ক প্যাটেল এবং এন্দ্রিয়েস গউস মিলে ৬৮ রান যোগ করে দলকে জয়ের দিকে নিয়ে যায়। ৩৫ রান করা গউসকে ফিরিয়ে এ জুটি ভাঙেন হারিস রউফ। দ্বিতীয় স্পেলে বল করতে এসে হাফ সেঞ্চুরিয়ান মোনাঙ্ক প্যাটেলকে ফেরান মোহাম্মদ আমির। ৩৮ বলে ৫০ রান করেন এই ওপেনার। ক্রমশ জমে উঠা ম্যাচটির শেষ ওভারে যুক্তরাষ্ট্রের দরকার পড়ে ১৫ রানের। এরন জোন্স এবং নিতিশ কুমার মিলে ১৪ রান নিলে ম্যাচ টাই হয়। খেলা গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে প্রথমে ব্যাট করে যুক্তরাষ্ট্র করে ১৮ রান। জবাবে পাকিস্তান ১২ রান করতে সক্ষম হয়।

পূর্ববর্তী নিবন্ধএ বাজেট সাধারণ মানুষের জন্য নয় : ফখরুল
পরবর্তী নিবন্ধঅবৈধ কোনো পশুর হাট বসতে দেয়া হবে না : সিএমপি কমিশনার