পাকিস্তানকে বিশ্বকাপ বয়কট করতে বললেন রশিদ লতিফ

বাংলাদেশ ইস্যু

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ২৩ জানুয়ারি, ২০২৬ at ৯:১৬ পূর্বাহ্ণ

নিরাপত্তা শঙ্কায় ভারত থেকে নিজেদের ম্যাচগুলো সরিয়ে নেওয়ার যে দাবি তুলেছিল বাংলাদেশ, আইসিসি সেটা নাকচ করে দেওয়ায় খুবই বিরক্ত রশিদ লতিফ। কঠিন এই সময়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তানকে বর্তমান ক্রিকেট ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাতে বলেছেন তিনি। পাকিস্তানের প্রয়োজনে বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নেওয়াও উচিত বলে মনে করছেন দেশটির সাবেক অধিনায়ক। পাকিস্তানের সাবেক কিপারব্যাটার রাশদ লতিফ বলেন,‘পাকিস্তান ও ভারতের ম্যাচ যদি না নয়, অর্ধেক বিশ্বকাপই শেষ। এখনকার ক্রিকেট ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানানোর এটা দারুণ একটি সুযোগ। পাকিস্তানের বলা উচিত যে, তারা বাংলাদেশের পাশে আছে এবং টিটোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানাচ্ছে। এখনই উপযুক্ত সময় অবস্থান নেওয়ার। এটা করতে হলে শক্ত মনোবল প্রয়োজন।’ আইসিসি যেভাবে পুরো বিষয়টি সামলেছে, তার কড়া সমালোচনা করেছেন তিনি। তার মতে, নিরাপত্তা নিয়ে বাংলাদেশকে যে আশ্বাস দিচ্ছে আইসিসি, তা মোটেও ঠিক নয়। ‘এটা ভালো সিদ্ধান্ত বলে মনে হচ্ছে না। আইসিসি বলছে, ভারতে বাংলাদেশি খেলোয়াড়দের জন্য কোনো ঝুঁকি নেই। বিশ্বের কোনো সংস্থাই বলতে পারে না যে, কোনো বিপদ হবে নাআইসিসি কীভাবে তা বলতে পারে? সবচেয়ে নিরাপদ স্থানেও কেউ এমন নিশ্চয়তা দিতে পারে না। আশা করি, কোন দলেরই কিছু হবে না।’

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানের কাছে হেরে গেল বাংলাদেশ
পরবর্তী নিবন্ধলেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা