মার্কিন অস্ত্র নির্মাতা কোম্পানি রেথিয়ন পাকিস্তানের কাছে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য মাঝারি পাল্লার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বিক্রি করবে। ক্রেতা দেশের তালিকায় পাকিস্তানকে যুক্ত করে কোম্পানিটির চুক্তির সংশোধিত রূপ প্রকাশিত হওয়ার পর মঙ্গলবার বিষয়টি নিশ্চিত হওয়া যায়, বলছে ডন। মার্কিন এ ক্ষেপণাস্ত্রগুলো পাকিস্তানি বিমানবাহিনী তাদের এফ–১৬ ফ্যালকন যুদ্ধবিমানে সংযুক্ত করতে পারবে। মার্কিন বিমান বাহিনীর জন্য চুক্তি সংক্রান্ত যুক্তরাষ্ট্রের যুদ্ধ মন্ত্রণালয়ের ৩০ সেপ্টেম্বর প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অত্যাধুনিক সি৮ ও ডি৩ এএমআরএএএম (আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র) মডেল ও তা উৎপাদনে আগের চুক্তিতে থাকা অর্থ সামান্য পরিমার্জন করে আরও ৪ কোটি ১৬ লাখ ডলার যুক্ত করার সুযোগ দেওয়া হলো। এই পরিমার্জনের ফলে চুক্তির মোট অর্থমূল্য ২৪৭ কোটি ডলার থেকে বেড়ে ২৫১ কোটি ডলারে দাঁড়াবে। খবর বিডিনিউজের।
‘আরিজোনার টুসনে কাজ হবে, ২০৩০ সালের ৩০ মের মধ্যে কাজ শেষ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এই চুক্তিতে বিদেশি সামরিক বাহিনীগুলোর মধ্যে থাকছে যুক্তরাজ্য, পোল্যান্ড, পাকিস্তান, জার্মানি, ফিনল্যান্ড, অস্ট্রেলিয়া, রোমানিয়া, কাতার, ওমান, কোরিয়া, গ্রিস, সুইজারল্যান্ড, পর্তুগাল, সিঙ্গাপুর, নেদারল্যান্ডস, চেক রিপাবলিক, জাপান, স্লোভাকিয়া, ডেনমার্ক, কানাডা, বেলজিয়াম, বাহরাইন, সৌদি আরব, ইতালি, নরওয়ে, স্পেন, কুয়েত, ফিনল্যান্ড, সুইডেন, তাইওয়ান, লিথুয়ানিয়া, ইসরায়েল, বুলগেরিয়া, হাঙ্গেরি ও তুরস্ক’, বলা হয়েছে চুক্তিতে।
৭ মে–তে এএমআরএএএম সংক্রান্ত যে চুক্তিপত্র প্রকাশিত হয়েছিল, তাতে ক্রেতা দেশের তালিকায় পাকিস্তানের নাম ছিল না। এমন এক সময়ে রেথিয়নের কাছ থেকে এ ক্ষেপণাস্ত্র পাওয়ার কথা জানল পাকিস্তান, যখন ইসলামাবাদ ও ওয়াশিংটনের মধ্যে দহরম মহরম দেখা যাচ্ছে।