পাওয়া গেল সড়কে ফেলে যাওয়া সেই গাড়ির মালিককে

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৩ সেপ্টেম্বর, ২০২৪ at ১০:৩৩ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর ওয়াসা মোড়ের একটি রেঁস্তোরার সামনে থেকে জব্দ করা গাড়িটির মালিকানা দাবি করা হয়েছে।

নগরীর মুরাদপুর এলাকার আবদুর রহমান নামের এক কাতার প্রবাসী গাড়িটির মালিকানা দাবি করে খুলশী থানা পুলিশের নিকট কাগজপত্র জমা দিয়েছেন।

তিনি দাবি করেছেন যে, চারদিন নয়; গত দুইদিন ধরে গাড়িটি সেখানে রাখা হয়। গাড়িটি স্টার্ট হচ্ছিল না। তাই স্থানীয় একজন দারোয়ানকে গাড়িটি দেখতে বলে তারা মিস্ত্রি যোগাড় করতে যান।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে , ল্যান্ড রোভার ব্র্যান্ডের গাড়িটি গত চারদিন ধরে নগরীর ওয়াসা মোড়স্থ একটি রেঁস্তোরার সামনে পড়ে থাকায় স্থানীয় ব্যবসায়ীরা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে গাড়িটি পার্কিং করা অবস্থায় পায়।

কোন মালিক না থাকা এবং চারদিন ধরে পড়ে থাকার বিষয়টি জানতে পেরে খুলশী থানা পুলিশ সেটি জব্দ করে নিয়ে আসে।

ঢাকা মেট্রো-ঘ- ১১- ২৮৮৩ নম্বরের ল্যান্ড রোভার জিপ গাড়িটি ঢাকার গুলশানের ওএন্ডএম সলিউশন বাংলাদেশ লিমিটেডের নামে বিআরটিএ উত্তরা (ঢাকা) থেকে রেজিস্ট্রেশন করা।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম দৈনিক আজাদীকে জানিয়েছেন, আমরা খবর পেয়ে গাড়িটি জব্দ করে নিয়ে এসেছি। ল্যান্ড রোভার ব্র্র্যান্ডের হলেও গাড়িটি বেশ পুরানো। এটির দাম দশ লাখ টাকার বেশি হবে না।

পুলিশ গাড়িটি নিয়ে যাওয়ার পর মঙ্গলবার সন্ধ্যায় আবদুর রহমান নামের মুরাদপুরের বাসিন্দা থানায় গাড়িটির মালিকানা দাবি করে কাগজপত্র জমা দেন। তিনি কাতার প্রবাসী।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবিরুল ইসলাম আরও জানান, আমরা গাড়িটির কাগজপত্র পেয়েছি। এগুলো যাছাই বাছাই করা হবে। পরবর্তীতে আমরা সবকিছু আদালতে পাঠাবো। আদালতই গাড়িটির ব্যাপারে সিদ্ধান্ত দেবেন।

গাড়ির মালিকানা দাবি করা আবদুর রহমান পুলিশকে জানিয়েছেন যে, চারদিন নয়, গত দুইদিন ধরে গাড়িটি ওখানে ছিল। এটি স্টার্ট না হওয়ায় ওখানে রেখে আসতে হয়েছিল। পরবর্তীতে মিস্ত্রি যোগাড় করে ঠিকঠাক করে আনার ব্যবস্থা করার সময়ই পুলিশ গাড়িটি জব্দ করে নিয়ে আসে বলেও তিনি দাবি করেছেন।

পূর্ববর্তী নিবন্ধচাঁদা দাবি, বাঁশখালীর সাবেক এমপি মোস্তাফিজের বিরুদ্ধে আরেকটি মামলা
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে পারিবারিক কলহের জেরে দুই ভাই নিহত