পাওনা টাকা ফেরত দিতে না পারায় শিশু সন্তানকে অপহরণ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৯ ফেব্রুয়ারি, ২০২১ at ৫:৩৫ পূর্বাহ্ণ

পাওনা টাকা ফেরত না পাওয়ায় কক্সবাজার থেকে অপহৃত তিন বছরের এক শিশুকে কোতোয়ালী এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে মো. শরীফ (৩৩) নামে এক ব্যক্তিকে। গতকাল আটক ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে।
কোতোয়ালী থানার ওসি মো. নেজাম উদ্দিন গতকাল জানান, কক্সবাজার রামু থানাধীন ফকিরাবাজার এলাকায় রিনা আক্তার ও মো. জাহাঙ্গীর দম্পতির সন্তান জুনায়েদ। মূলতঃ পাওনা টাকা ফেরত না পাওয়ায় শিশুটিকে অপহরণ করা হয়েছে। ওসি বলেন, এক বছর আগে শিশুটির বাবা জাহাঙ্গীর আসামি শরীফের কাছ থেকে এক লাখ টাকা ধার নিয়েছিলেন। করোনার কারণে হাতে কাজ না থাকায় সে টাকা পরিশোধ করতে পারেননি তিনি। পাওনা টাকা না পেয়ে শরীফ জাহাঙ্গীরের ছেলেকে অপহরণ করে। রোববার সকালে শিশুটির বাবা-মা বাসায় না থাকার সুযোগে তাদের সন্তান জুনায়েদকে অপহরণ করে নিয়ে আসে শরীফ।
ওসি নেজাম বলেন, রোববার বিকালে কোতোয়ালী থানাধীন স্টেশন রোডে এসআই মো. জয়নাল আবেদীন মোবাইল ডিউটি পালনকালে শরীফকে সন্দেহজনকভাবে ঘুরাঘুরি করতে দেখে তাকে জেরা করেন। একপর্যায়ে আসামির কথাবার্তা অসংলগ্ন মনে হওয়ায় অধিকতর জিজ্ঞাসাবাদে শিশুটিকে অপহরণের কথা স্বীকার করেন শরীফ ।
পুলিশ জানায়, পরবর্তীতে জাহাঙ্গীর ও তার স্ত্রীর সাথে যোগাযোগের পর তারা কঙবাজার থেকে কোতোয়ালীতে এসে তাদের ছেলেকে শনাক্ত করেন। এ সময় শিশুটির মা রিনা আক্তার বাদী হয়ে আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন। গ্রেপ্তার শরীফ বি-বাড়িয়া জেলার নবীনগর থানার নারায়নপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে।

পূর্ববর্তী নিবন্ধকাল মেয়র ও কাউন্সিলরসহ ১৫০ জন যাচ্ছেন ঢাকায়
পরবর্তী নিবন্ধঘুমধুম সীমান্তে বন্দুকযুদ্ধ ২ রোহিঙ্গা নিহত