পাওনা টাকা না পেয়ে এক গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানি করার অভিযোগে শফিকুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সদরঘাট থানা পুলিশ। গ্রেপ্তার শফিকুলের বাড়ি নরসিংদী জেলার রায়পুরী এলাকায়। সে শেভরণ ল্যাবরেটরি লিমিটেডের কর্মচারী।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, সদরঘাটে এক ব্যক্তির কাছ থেকে পাওনা টাকা না পেয়ে তার স্ত্রীকে মারধর করে পালিয়ে যায় শেভরণ ল্যাবের কর্মচারী শফিকুল। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে গৃহবধূর অভিযোগের ভিত্তিতে শফিকুলকে গ্রেপ্তার করি। তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে কারাগারে পাঠানো হয়েছে।












