টেকনাফে ‘পাওনা টাকা চাওয়ায়’ প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত হয়ে রবিউল হাসান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত যুবক টেকনাফ সদর ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের মৌলভী পাড়ার আব্দুল করিমের ছেলে। পাওনা টাকা চাইতে গিয়ে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে দাবি নিহতের পরিবারের। তার ভাই আবদুল্লাহ জানান, গত শনিবার সন্ধ্যায় মৎস্য ঘেরের টাকার লেনদেনের ঘটনাকে কেন্দ্র করে টেকনাফ সদর ইউনিয়ন মৌলভী পাড়া একরাম মার্কেটের সামনে স্থানীয় নুরুল হকের ছেলে মো. সাইফুলের (২২) সাথে রবিউল হাসানের (২৫) মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় রবিউলকে ছুরিকাঘাত করে সাইফুল। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে গতকাল সকাল ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রবিউলের মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত সাইফুলসহ ৫ জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন নিহতের ভাই আবদুল্লাহ।
টেকনাফ মডেল থানার ওসি মো. আব্দুল হালিম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তের মাধ্যমে ঘটনার সাথে জড়িত অপরাধীদের ধরতে পুলিশের অভিযানিক কার্যক্রম অব্যাহত আছে।












