পাওনা টাকা আদায়ে শিশুকে অপহরণ গ্রেপ্তার ২

বাঁশখালী প্রতিনিধি | সোমবার , ৭ মার্চ, ২০২২ at ৭:১১ পূর্বাহ্ণ

বাঁশখালী বৈলছড়িতে পাওনা টাকা আদায়ের জন্য মো. সায়েদ (৩) নামে এক শিশুকে অপহরণের ঘটনা ঘটেছে। অপহৃত শিশু পূর্ব বৈলছড়ি গ্রামের আব্দুর রশিদের ছেলে। গতকাল রোববার সকালে এ ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযান চালিয়ে রাতে শিশুটিকে উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
জানা যায়, শিশুকে অপহরণের ঘটনা সম্পর্কে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. তফিল উদ্দিন জানতে পেরে থানায় অভিযোগ করেন। এরপর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সত্যতা নিশ্চিত করে। পরে গতকাল মধ্যরাতে পুলিশের অভিযানে চাম্বল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের তেতিয়া খালের পাড় হতে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় ঘটনার সাথে জড়িত জাকের (৩৫) ও ওমর আলী (৩২) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত উভয়ের বাড়ি বাঁশখালী থানার কাহারঘোনায়।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ ওসি মো. কামাল উদ্দিন বলেন, এটি খুবই জঘন্য একটি ঘটনা। কিছু টাকার জন্য এত ছোট শিশুকে অপহরণ খুবই নিকৃষ্ট কাজ। আমরা ১০ ঘণ্টার মধ্যে শিশুটিকে উদ্ধার করতে পেরেছি। সেজন্য ভাল লাগছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী নিবন্ধজায়েদ খানকে বৈধতা দেওয়া হাই কোর্টের রায় স্থগিত
পরবর্তী নিবন্ধপূর্ব ষোলশহরে বীর্জা খালের জায়গা দখলমুক্ত করার দাবি