চট্টগ্রাম প্রিমিয়ার ক্রিকেট লিগে শিরোপা প্রত্যাশি পাইরেট্স অব টিচাগাংকে হারিয়ে আগ্রাবাদ নওজোয়ান ক্লাব চমক দেখিয়েছে। সে সাথে তারা প্রথম জয়ও পেয়েছে। গতকাল সোমবার অনুষ্ঠিত খেলায় পাইরেট্সকে ১১১ রানের বড় ব্যবধানে উড়িয়ে দেয় নওজোয়ান। নওজোয়ান তাদের আগের খেলায় চট্টগ্রাম আবাহনীর কাছে হার মানে। অন্যদিকে পাইরেট্স প্রথম খেলায় শহীদ শাহজাহান সংঘকে পরাস্ত করে আশা জাগিয়েছিল। কিন্তু দ্বিতীয় খেলাতেই তারা মুখ থুবড়ে পড়ে নবাগত নওজোয়ানের কাছে। এদিন পাইরেট্স টসে জিতে প্রথমে ব্যাট করতে পাঠায় নওজোয়ানকে। নওজোয়ান ৪৯.১ ওভার ব্যাট করে ২০৮ রান সংগ্রহ করে সব উইকেট হারিয়ে। মাত্র ৬ রানে প্রথম উইকেটের পতন ঘটে তাদের। পরবর্তীতে ওপেনার নাজিম সাব্বিরের সর্বোচ্চ ৫৬,ইফতেখার সাজ্জাদের ২৫, রবিউল ইসলামের ৩৩,মিনহাজ উদ্দিনের ১৯, হামজা মাহমুদের ১৭ এবং মনজু আলমের ৩৯ রানের বদৌলতে আগ্রাবাদ নওজোয়ান দু’শতাধিক রানের ইনিংস দাঁড় করাতে সমর্থ হয়। অতিরিক্ত থেকে ইনিংসে যোগ হয় ১৫ রান। পাইরেট্সের আশফাক আহমেদ ২৪ রানে এবং শাহাদাত হোসেন ৩০ রান দিয়ে ৪টি করে উইকেট তুলে নেন। ১টি করে উইকেট পান মো. বেলাল এবং মো. তাহমিদ। লক্ষ্য তাড়া করতে নেমে পাইরেট্স সুবিধা করতে পারেনি। প্রথম বলেই উইকেট হারায় তারা। আশফাক কোন রান না করেই বিদায় নেন। এরপর নিয়মিত বিরতিতেই তাদের উইকেট পড়তে থাকে। নওজোয়ানের বোলাররা মোটেই স্বস্তি দেননি পাইরেট্স ব্যাটারদের। ফলে শতের কোঠা পার হওয়ার আগেই অল আউট হতে হয় তাদের। দলের পক্ষে রোকন ও তাওসিফ ১৪ রান করে আউট হয়ে যান। অন্যদের মধ্যে ওমর হাসান ১৩,শাহাদাত হোসেন ১১ এবং অধিনায়ক মো. রুবেল সর্বোচ্চ ২১ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১২ রান। মাত্র ২৯ ওভারে ৯৭ রানে সব উইকেট হারিয়ে ফেলে পাইরেট্স অব চিটাগাং। আগ্রাবাদ নওজোয়ানের পক্ষে মাজহারুল ইসলাম ২৪ রানে ৩টি উইকেট দখল করেন। ২টি করে উইকেট নেন ইকবাল মাহমুদ, ইফতেখার সাজ্জাদ এবং রবিউল ইসলাম। ১টি উইকেট পান মিনহাজ সাকিব। এদিকে নিয়মিত ভেন্যু এম এ আজিজ স্টেডিয়ামে ৭ মার্চ উপলক্ষে জয়বাংলা কনসার্ট অনুষ্ঠিত হবে। এম এ আজিজ স্টেডিয়াম কনসার্ট এবং কনসার্ট পরবর্তী সময়ে ব্যস্ত থাকবে বিধায় আজ থেকে প্রিমিয়ার লিগের তৃতীয় রাউন্ডের খেলাগুলো অনুষ্ঠিত হবে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। চট্টগ্রাম প্রিমিয়ার লিগের খেলা এ প্রথমবারের মতো স্থানান্তরিত হচ্ছে কক্সবাজারে। তৃতীয় রাউন্ডের মোট ৬টি খেলা অনুষ্ঠিত হবে এখানে। কক্সবাজার ক্রিকেট স্টেডিয়ামে আজকের খেলায় অংশ নেবে চট্টগ্রাম আবাহনী লিমিটেড এবং ফ্রেন্ডস ক্লাব।











