চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রিমিয়ার ক্রিকেট লিগে অংশ গ্রহণকারী পাইরেটস অব চিটাগাং দলের জার্সি উম্মোচন করা হয়েছে। গত বৃহষ্পতিবার বিকেলে এম এ আজিজ স্টেডিয়ামে দলের জার্সি উম্মোচন করেন ক্লাবের সভাপতি আহসান ইকবাল চৌধুরী। এসময় উপস্থিত ছিলেণ ক্লাবের কর্মকর্তা শহীর আহমেদ, ফজলে রাব্বি খান সাজ্জাদ, দলের ম্যানেজার আরিফ আহমেদ চৌধুরী এবং কোচ আফতাব আহমেদ চৌধুরী। জার্সি উম্মোচন অনুষ্টানে ক্লাবের সভাপতি আহসান ইকবাল চৌধুরী বলেন লিগের শিরোপা জিততে দল গঠন করেছেন তারা। মাঠে তিনি শৃংখলার সাথে শতভাগ দিয়ে দলের জয়ে ভুমিকা রাখার জন্য খেলোয়াড়দের প্রতি আহবান জানান। উল্লেখ্য গতকাল লিগে নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে পাইরেটস অব চিটাগাং। তারা ৪ উইকেটে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে।












