পাইন্দংয়ে জমির টপসয়েল কাটায় আড়াই লাখ টাকা অর্থদণ্ড

ফটিকছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ২০ জানুয়ারি, ২০২৬ at ১১:৪৭ পূর্বাহ্ণ

ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের ফকিরাচাঁন এলাকায় অবৈধভাবে কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম। জানা যায়, অভিযানে অবৈধভাবে মাটি কাটার অপরাধে মো. শফিকে আটক করা হয়। এসময় তিনি কৃষি জমি থেকে মাটি কেটেছেন মর্মে স্বীকার করেন। পরে তার স্বীকারোক্তির প্রেক্ষিতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র তাকে অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযুক্ত শফি ও এধরনের অপরাধের সাথে আর জড়িত হবেন না মর্মে মুচলেকা প্রদান করেন।নিয়মিত এ ধরনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে জানান এসিল্যান্ড মো. নজরুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধজনগণ ঐক্যবদ্ধ থাকলে গণতন্ত্রের বিজয় কেউ ঠেকাতে পারবেনা
পরবর্তী নিবন্ধচবিতে মশা নিধনের জন্য ক্রয় করা হলো ফগিং মেশিন