প্রশাসনের অভিযানে একদিনের ব্যবধানে নগরীর পাহাড়তলী ডিমের পাইকারী আড়তে প্রতি ডজনে ৮ টাকা করে কমেছে ডিমের দাম। পাইকারীতে দাম কমলেও খুচরায় কোনো ধরনের প্রভাব পড়েনি। খুচরা বাজারে এখনো প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৭৫ টাকায়।
ভোক্তারা বলছেন, পাইকারী বাজারের পাশাপাশি খুচরা ডিমের বাজারে অভিযান চালানো উচিত। পাইকারীতে যখন দাম বেড়ে যায়, তখন খুচরা দোকানদাররা সাথে সাথে দাম বাড়িয়ে দেয়। কিন্তু যখন দাম কমে তখন তাদের কোনো সাড়া শব্দ থাকে না।
দামপাড়া এলাকার খুচরা বিক্রেতা মোহাম্মদ রানা বলেন, আমরা পাইকারি বাজার থেকে অল্প পরিমাণে ডিম এনে বিক্রি করি। আমরা যে দামে ডিম কিনে এনেছি, সেই দামের সাথে সামঞ্জস্য রেখে ডিম বিক্রি করছি।
চট্টগ্রাম ডিম ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল শুক্কুর আজাদীকে বলেন, বাজারে ডিমের ক্রেতা নাই। তাই দাম কমতির দিকে রয়েছে। বর্তমানে বাজারে ডিমের সরবরাহের কোনো সংকট নেই।